Indian Army Jetpack video: এই বিশেষ স্যুট পরেই ওড়া যায় আকাশে, শিগগিরই আসছে সেনার হাতে, না দেখলে বিশ্বাসই হবে না

Indian Army Jetpack video: কোনও বিমান নয়, কোনও ড্রোন নয়। একটি বিশেষ স্যুট, যা পরে ইচ্ছে মতো উড়ে বেড়ানো যায়। আসছে ভারতীয় সেনাবাহিনীর হাতে।

Indian Army Jetpack video: এই বিশেষ স্যুট পরেই ওড়া যায় আকাশে, শিগগিরই আসছে সেনার হাতে, না দেখলে বিশ্বাসই হবে না
ভারতীয় সেনার সামনে জেটপ্যাকের প্রদর্শনী
Follow Us:
| Edited By: | Updated on: Mar 03, 2023 | 3:45 PM

আগ্রা: কোনও বিমান নয়, কোনও ড্রোন নয়। একটি বিশেষ স্যুট, যা পরে ইচ্ছে মতো উড়ে বেড়ানো যায়। মুহূর্তে পৌঁছে যাওয়া যায় দুর্গম এলাকাগুলিতে। এবার থেকে এই অত্যাধুনিক জেটপ্যাক স্যুট পরেই সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি চালাবে ভারতীয় সেনা জওয়ানরা। স্বাধীনতার পর থেকেই পাকিস্তান সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা ভারতের মাথাব্যথার কারণ। ২০২০ সালের মে মাসে গালওয়ান সংঘর্ষের পর থেকে, ভারত-চিনের মধ্যবর্তী প্রায় ৩৫০০ কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণরেখা অঞ্চল কপালের ভাঁজ আরও বাড়িয়েছে। আর সেই কারণেই সীমান্ত এলাকায় নজরদারি যুগোপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ এই জেট প্যাক স্যুট। উল্লেখ্য, জেটপ্যাক স্যুট পরে অন্য কোনও যন্ত্রে সাহায্য় ছাড়াই সহজে বাতাসে ওড়া যায়।

চলতি সপ্তাহের শুরুতেই, গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজ নামে এক ব্রিটিশ সংস্থার তৈরি জেটপ্যাক স্যুট পরীক্ষা করেছে সেনা বাহিনী। আগ্রার ভারতীয় সেনাবাহিনীর এয়ারবর্ন ট্রেনিং স্কুলে এই অত্যাধুনিক যন্ত্রটির প্রদর্শনী হয়। গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা, রিচার্ড ব্রাউনিং নিজেই জেটপ্যাক সিস্টেমটির ব্যবহারিক বিভিন্ন দিক সেনাবাহিনীর সামনে তুলে ধরেন। ওই প্রদর্শনীর বেশ কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়া প্রকাশ করেছে ইন্ডিয়ান অ্যারোস্পেস ডিফেন্স নিউজ।

ভিডিয়োগুলিতে জেটপ্যাক পরে উড়তে দেখা গিয়েছে রিচার্ড ব্রাউনিংকে। জেটপ্যাক স্যুটটিতে রয়েছে তিনটি জেট ইঞ্জিন – একটি পিছনে এবং অপর দুটি রয়েছে তাঁর দুই হাতে। তিনটি ইঞ্জিন থাকায় ওড়ার সময় দিক পরিবর্তন করতেও কোনও অসুবিধা নেই। আগ্রার এক জলাশয়, একটি মাঠ এবং বিভিন্ন ভবনের উপর দিয়ে মসৃণভাবে উড়তে দেখা যায় তাঁকে। ঠিক যেন পার্কে হাঁটতে বেরিয়েছেন কিংবা জলে সাঁতার কাটছেন। এই যন্ত্রে জ্বালানি হিসেবে গ্যাস বা তরল জ্বালানি ব্যবহার করা হয়। সূত্রের খবর, ভারতীয় সেনাবাহিনী শিগগিরই বেশ কয়েকটি জেট প্যাক বাহিনীতে যোগ করতে চাইছে। ফাস্ট ট্র্যাক পদ্ধতির মাধ্যমে জরুরি ভিত্তিতে ৪৮টি জেট প্যাক স্যুট সংগ্রহের জন্য গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজকে বরাত দিতে চলেছে।

ভারতীয় সেনার এই জেটপ্যাকের ভিডিয়োগুলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই জানিয়েছেন, শুধু সীমান্ত এলাকায় বা দুর্গম এলাকায় নজরদারি নয়, জেটপ্যাক স্যুটের সাহায্য়ে উদ্ধারকাজ, কোনও জটিল এবং কঠিন ভূখণ্ডে মালপত্র বা ব্যক্তিবর্গকে পৌছে দেওয়া, এক জায়গা থেকে অন্য জায়গায় সেনা জওয়ানদের পৌঁছে দেওয়ার কাজ সহজ হবে। জেটপ্যাকের মাধ্যমে উড়ে গিয়ে লেজার নির্দেশিত অস্ত্র দিয়ে শত্রুপক্ষকে প্রাণঘাতী আঘাতও করা যেতে পারে। শহর এলাকা বা জঙ্গলেও অভিযান চালাতে জেট প্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।