Video: ঝর্নার জলে নামতেই পর্যটকদের পোশাক ‘চুরি’ পুলিশের! ছুটতে হল অন্তর্বাস পরেই…
Karnataka waterfall Video: পুরান অনুযায়ী, যমুনায় গোপিনীরা স্নান করতে নামলে, তরুণ কৃষ্ণ দুষ্টুমি করে তাদের পরনের কাপড়-চোপড় চুরি করে নিতেন। তারপর কদম্ব গাছের ডালে উঠে মস্করা করতেন গোপিনীদের সঙ্গে। এদিকে কাপড় ছাড়া জল থেকে উঠে আসার উপায় থাকত না গোপিনীদের। আধুনিক ভারতে কি পুলিশ কর্তারাও কৃষ্ণ হয়ে গেলেন?
ভোপাল: পুরান অনুযায়ী, যমুনায় গোপিনীরা স্নান করতে নামলে, তরুণ কৃষ্ণ দুষ্টুমি করে তাদের পরনের কাপড়-চোপড় চুরি করে নিতেন। তারপর কদম্ব গাছের ডালে উঠে মস্করা করতেন গোপিনীদের সঙ্গে। এদিকে কাপড় ছাড়া জল থেকে উঠে আসার উপায় থাকত না গোপিনীদের। প্রায় একই ধরনের ঘটনা দেখা গেল আধুনিক ভারতে। কর্নাটক রাজ্যে, পর্যটকরা ঝর্নার জলে স্নান করতে নামতেই, পুলিশকে দেখা গেল পর্যটকদের জামা-কাপড় তুলে নিয়ে যেতে। সেই জামা-কাপড় উদ্ধারে, ঝর্নার জলে স্নান ছেড়ে, অন্তর্বাস পরেই পুলিশের পিছন পিছন আসতে বাধ্য হলেন ওই পর্যটকরা। কিন্তু, ব্যাপারটা কী? কেন পর্যটকদের জামা-কাপড় নিয়ে নিচ্ছে কর্নাটক পুলিশ?
আসলে, বর্ষার মরসুমে বিপদ বাড়ছে গোটা ভারত জুড়ে। কোথাও ধস নামছে পাহাড়ে, ভেঙে নদীতে ভেসে যাচ্ছে রাস্তা, কোথাও বন্যায় ভাসছে মাইলের পর মাইল। আবার, ঝর্নার জলে স্নান করতে নেমে আচমকা হড়পা বান এসেও বিপদ তৈরি করছে। এই অবস্থায় কর্নাটকের জলপ্রপাতগুলিতে পর্যটকদের স্নান করা নিষিদ্ধ করেছে সেখানকার পুলিশ। কিন্তু, পর্যটকরা সেই নিষেধাজ্ঞা মানলে তো। পুলিশের নিষেধাজ্ঞা অবজ্ঞা করেই ঝর্নার জলে নেমে যাচ্ছেন পর্যটকরা। এবার, এই নির্দেশ অমান্যকারী পর্যটকদের সায়েস্তা করতেই এই অভিনব পন্থা অবলম্বন করেছে কর্নাটক পুলিশ।
সম্প্রতি, মুদিগেরের চরমাদি জলপ্রপাত এলাকা থেকে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জলপ্রপাতটির আগেই একটি সতর্কবার্তা দিয়ে বোর্ডও লাগিয়েছিল পুলিশ। সেখানে স্পষ্টভাবে জলপ্রপাতে স্নান করতে নিষেধ করা হয়েছিল। সেই সতর্কবার্তা থাকা সত্ত্বেও, নিয়মিত পর্যটকরা জলপ্রপাতে নামছিলেন জলপ্রপাতে। ভাইরাল ভিডিয়োটিতে দেখা গিয়েছে, জলপ্রপাতের পাশে একটি পাথরের উপর পোশাক খুলে রেখে ঝর্নার জলে স্নান করতে নেমেছে তারা। এই সময়ই চিকমাগালুর ডিভিশনের পুলিশ কর্তারা সেই এলাকায় আসেন। পর্যটকদের খুলে রাখা পোশাকগুলি তার নিয়ে চলে আসেন গাড়িতে। ভিডিয়োটির শেষ অংশে দেখা যাচ্ছে, অন্তর্বাস পরে ওই পর্যটকরা পুলিশ কর্তাদের তাঁদের পোশাক ফেরত দিতে বলছেন।
– A ban sign was put up near the waterfall.
– People flocked there, took off their clothes, and started bathing.
– The Karnataka police arrived and took away the clothes of those bathing.
Modern problems need modern solutions. 😂
— Aaraynsh (@aaraynsh) July 13, 2024
জানা গিয়েছে, ওই পর্যটকদের আরও সতর্ক করে কর্নাটক পুলিশ তাদের পোশাক ফিরিয়ে দেয়। তাদের সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ। বর্ষা আসায় নিরাপত্তাগত ঝুঁকি বেড়েছে দক্ষিণী রাজ্যটিতে। এরপরই, ১ জুলাই থেকে, রাজ্যের জলপ্রপাতগুলিতে পর্যটকদের প্রবেশ এবং স্নান করা নিষিদ্ধ করা হয়েছে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় রঙ্গ-রসিকতা চলছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি পোস্ট করে, একজন লিখেছেন, ‘আধুনিক সমস্যার আধুনিক সমাধান।’ কেউ কেউ বলেছেন, এই পন্থা সর্বত্র প্রয়োগ করা উচিত। বিশেষ করে তামহিনি এবং লোনাভলা বিভাগে যেভাবে পর্যটকরা জীবনের ঝুঁকি নিয়ে ঝর্নার জলে নামেন, তাতে এই অঞ্চলে এই ধরণের ব্যবস্থা গ্রহণ করা উচিত। আরেক নেটিজেন বলেছেন, এভাবে চললে, সপ্তাহান্তে জামা-কাপড় নিলাম করতে পারে পুলিশ।