Video: হুলের ভয়ে বিয়েবাড়ি হল আতঙ্কপুরী! পালাল পাত্র-পাত্রীও, হাসপাতালে ১২

Bhopal wedding disturbed by hive of bees: আতঙ্কে ছোটাছুটি করা শুরু করে দেন আগত অতিথিরা থেকে শুরু করে পাত্র-পাত্রী মায় পুরোহিত পর্যন্ত। মুহূর্তের মধ্যে বিয়েবাড়ি পরিণত হয় আতঙ্কপুরীতে। ভেস্তে যায় বিয়ে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে, মধ্যপ্রদেশের গুনা জেলায়।

Video: হুলের ভয়ে বিয়েবাড়ি হল আতঙ্কপুরী! পালাল পাত্র-পাত্রীও, হাসপাতালে ১২
কেউ চোখ-মুখ-মাথা ঢেকে উবু হয়ে বসে, কেউ বা উপুর হয়ে শুয়ে, কেউ কেউ চেয়ার-টেয়ার উল্টে পালান... Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Feb 18, 2024 | 5:52 PM

ভোপাল: আর চার-পাঁচটা বিয়েবাড়ি থেকে কোনও পার্থক্য ছিল না। একদিকে চলছিল বিয়ের অনুষ্ঠান। নবদম্পতিকে আশীর্বাদ করতে জড়ো হয়েছিলেন প্রচুর মানুষ। একদিকে চলছিল প্রীতিভোজ। কিন্তু, হঠাতই হানা দিয়েছিল ওরা। একটি-দুটি নয়। আচমকা বিয়ে বাড়ির উপর নেমে এসেছিল কয়েক লক্ষ মৌমাছির একটি ঝাঁক। আর তারপরই বিয়েবাড়ি জুড়ে শুরু হয় চূড়ান্ত ডামাডোল। আতঙ্কে ছোটাছুটি করা শুরু করে দেন আগত অতিথিরা থেকে শুরু করে পাত্র-পাত্রী মায় পুরোহিত পর্যন্ত। মুহূর্তের মধ্যে বিয়েবাড়ি পরিণত হয় আতঙ্কপুরীতে। ভেস্তে যায় বিয়ে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে, মধ্যপ্রদেশের গুনা জেলায়।

ওই এলাকার মানুষ জানিয়েছেন, বিবাহবাসর বসেছিল কস্তুরি গার্ডেন নামে এক হোটেল সংলগ্ন বাগানে। বাগানের পাশেই অবস্থিত হোটেলের ভবনটি। সেই ভবনের ছাদে বিশাল একটি মৌচাক রয়েছে। যেখানে লক্ষ লক্ষ মৌমাছির বাস। বিয়ের অনুষ্ঠানটি চলাকালীন, আচমকা কোনও কারণে ওই ঝাঁকে ঝাঁকে মৌমাছি, কস্তুরি গার্ডেন হোটেলের ছাদ থেকে নেমে এসেছিল ওই বাগানে। প্রথমে গোঁ-গোঁ শব্দ শুনেছিলেন বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা। তারপরই শুরু হয় দংশন। লক্ষ লক্ষ মৌমাছি এসে ছেঁকে ধরে অভ্যাগতদের। মৌমাছির কামড়ে আহত হন বেশ কয়েকজন অতিথি। মুহূর্কের মধ্যে চূড়ান্ত বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয় বিয়েবাড়িতে।

ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, মৌমাছির কামড় থেকে বাঁচতে দৌড়াদৌড়ি শুরু করেছেন বিয়েবাড়ির লোকজন। বাগানটি ফাঁকা হয়ে গিয়েছে। কেউ চোখ-মুখ-মাথা ঢেকে উবু হয়ে বসে পড়েছেন,কেউ বা উপুর হয়ে শুয়ে আছেন মাটিতে। কেউ কেউ চেয়ার-টেয়ার উল্টে পালাচ্ছেন হোটেলের ভিতরে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় জরুরি পরিষেবা সংস্থাগুলিকে। স্থানীয় কর্তৃপক্ষ এবং জরুরি পরিষেবাগুলি দ্রুত ঘটনাস্থলে আসে।

মৌমাছির দংশনে বিবাহ অনুষ্ঠানে যোগ দেওয়া বহু মানুষ আহত হন। আহতদের অবিলম্বে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য একটি মেডিক্যাল টিমও ঘটনাস্থলে পৌঁছয়। তব, অন্তত ১২-১৪ জন গুরুতর আহত হন। তাঁদের সকলকেই স্থানীয় এক হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এমনকি, মৌমাছির দংশনের বিষে কয়েকজন ব্যক্তি এতটাই অসুস্থ হয়ে পড়েছেন, যে তাঁদের অবিলম্বে নিবিড় পরিচর্যা বিভাগ বা আইসিইউ-তে ভর্তি করতে হয়। এখনও তাঁদের চিকিৎসা চলছে।

এদিকে, কীভাবে একটি বিয়েবাড়িতে এই দরনে বিশৃঙ্খলা সৃষ্টি হল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছে ওই পরিবার। হোটেল ভবনের ছাদে, মৌমাছির বিশাল চাক আছে জানার পরও, এই ধরনের কোনও ঘটনা এড়াতে তারা যথাযথ সতর্কতা অবলম্বন করেছিল কিনা, সেই বিষয়ে খোঁজ খবর করছে পুলিশ। হোটেল ম্যানেজমেন্টকেও জেরা করা হচ্ছে।