Hit & Run Video: রাস্তা ছেড়ে ফুটপাথে গাড়ি, ধাক্কা ৫ জনকে, পিষে মৃত্যু যুবতীর, দেখুন হাড়হিম করা ভিডিয়ো

Road Accident: পুলিশ জানিয়েছে, চালকের দোষেই দুর্ঘটনাটি ঘটে। অত্যন্ত দ্রুতগতিতে আসছিল গাড়িটি, সামাল দিতে না পেরেই ফুটপাথের উপরে গাড়ি উঠিয়ে দেন চালক, সঙ্গে সঙ্গে ধাক্কা লাগে পথচলতি পাঁচজনের সঙ্গে। ধাক্কা দেওয়ার পরও ব্রেক কষেনি চালক, ফলে চাকার নীচে চলে যান দুইজন।

Hit & Run Video: রাস্তা ছেড়ে ফুটপাথে গাড়ি, ধাক্কা ৫ জনকে, পিষে মৃত্যু যুবতীর, দেখুন হাড়হিম করা ভিডিয়ো
যেভাবে ধাক্কা মেরে পালায় গাড়িটি।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2023 | 7:12 AM

বেঙ্গালুরু: ভর দুপুর, শুনশান রাস্তাঘাট। ফুটপাথ ধরে হাঁটছিলেন কয়েকজন। চার যুবতীও ফুটপাথ দিয়েই গল্প করতে করতে যাচ্ছিলেন। হঠাৎ পিছন থেকে সজোরে ধাক্কা গাড়ির। বনেটের উপরে ছিটকে পড়লেন কয়েকজন, বাকিরা তখন চাকার নীচে। দ্রুতগতিতে পাঁচজনকে পিষে দিয়ে পালাল গাড়ি। ভয়ঙ্কর এমনই দৃশ্যের সাক্ষী রইল মানাগুডা জংশনের কাছে পথচলতি মানুষ। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবতীর, গুরুতর আহত আরও চার যুবতী। ইতিমধ্য়েই দুর্ঘটনার মুহূর্তের সিসিটিভি প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে ভয়ানকভাবে ফুটপাথের উপরে উঠে ওই পাঁচ যুবতীকে ধাক্কা মেরে ও পিষে দিয়ে পালাচ্ছে ঘাতক গাড়ি।

বুধবার ঘটনাটি ঘটে কর্নাটকের মেঙ্গালুরুতে। বিকেল ৪টে নাগাদ একটি সাদা রঙের গাড়ি মানাগুডা জংশনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথের উপরে উঠে আসে এবং পথচলতি পাঁচ যুবতীকে ধাক্কা মারে। অভিযুক্ত চালকের নাম কমলেশ বলদেব। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, চালকের দোষেই দুর্ঘটনাটি ঘটে। অত্যন্ত দ্রুতগতিতে আসছিল গাড়িটি, সামাল দিতে না পেরেই ফুটপাথের উপরে গাড়ি উঠিয়ে দেন চালক, সঙ্গে সঙ্গে ধাক্কা লাগে পথচলতি পাঁচজনের সঙ্গে। ধাক্কা দেওয়ার পরও ব্রেক কষেনি চালক, ফলে চাকার নীচে চলে যান দুইজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর তেইশের এক যুবতীর।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, পিছন থেকে আসছিল গাড়িটি। ছয় সেকেন্ডের মধ্যে গাড়িটি পাঁচজনকে ধাক্কা মারে। এক মহিলা চাকার নীচে চলে যান। গাড়িটি সজোরে গিয়ে ফুটপাথে থাকা একটি পোলে ধাক্কা মারে এবং সামনে আরও কিছুটা এগিয়ে ডিভাইডারে ধাক্কা খায়। ওই কয়েক মিটার চাকার নীচেই আটকে ছিলেন যুবতী। তাঁকে টেনে-হিচড়ে নিয়ে যায় ঘাতক গাড়ি।

দুর্ঘটনার পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। এরপরে সে একচি গাড়ির শোরুমের সামনে গাড়িটি রেখে বাড়ি চলে যায়। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু করলেও, পরে রাতে অভিযুক্ত তাঁর বাবার সঙ্গে এসে আত্মসমর্পণ করেন। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।