Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Post: ৭০০ টাকা দিয়ে Thar গাড়ি কিনতে চায় চিকু, শুনে আনন্দ মাহিন্দ্রা বললেন…

Anand Mahindra: ২৯ সেকেন্ডের ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, চিকু যাদব নামক এক খুদে তাঁর বাবার সঙ্গে কথা বলছে। বাবার কাছে তাঁর আবদার, তাঁকে যেন একটা মাহিন্দ্রা থর গাড়ি কিনে দেওয়া হয়। নিষ্পাপ ওই শিশুর বিশ্বাস, থর ও এক্সইউভি ৭০০ একই গাড়ি এবং তার দাম ৭০০ টাকা।  

Viral Post: ৭০০ টাকা দিয়ে Thar গাড়ি কিনতে চায় চিকু, শুনে আনন্দ মাহিন্দ্রা বললেন...
৭০০ টাকায় মাহিন্দ্রা থর কিনতে চায় চিকু।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 25, 2023 | 10:22 AM

নয়া দিল্লি: বয়স মেরেকেটে পাঁচ কি ছয়। এই বয়সেই চেনে সব গাড়ি। তবে পছন্দ একটাই, মাহিন্দ্রা থর। এই গাড়ি কেনার খুব শখ তাঁর, কিন্তু কত দাম, তা জানে না। খুদের বিশ্বাস, ৭০০ টাকাতেই পাওয়া যায় মাহিন্দ্রা থর। তাই বাবার কাছে আবদার, মানি ব্যাগ থেকে যেন ৭০০ টাকা দিয়ে তাঁকে ওই পেল্লাই গাড়ি কিনে দেওয়া হয়। ছেলের এমন কাণ্ড মজাচ্ছলেই পোস্ট করেছিলেন তাঁর মা-বাবা। নিমেষে সেই ভিডিয়ো ভাইরালও হয়। সেই ভিডিয়ো নজরে পড়ল মাহিন্দ্রা সংস্থার কর্ণধার আনন্দ মাহিন্দ্রারও। ভিডিয়ো দেখে তিনি বললেন, ওই খুদের আবদার রাখতে গেলে তাঁর অবস্থা বেহাল হয়ে যাবে।

সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় ব্যবসায়ী আনন্দ মাহিন্দ্রা। নানা ধরনের পোস্ট করেন তিনি। তাঁকে কোনও মেসেজ পাঠালে বা আবদার জানালে, তার জবাবও দেন তিনি। রবিবার তিনি এক খুদের মিষ্টি ও মজাদার ভিডিয়ো শেয়ার করেন। ২৯ সেকেন্ডের ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, চিকু যাদব নামক এক খুদে তাঁর বাবার সঙ্গে কথা বলছে।

বাবার কাছে তাঁর আবদার, তাঁকে যেন একটা মাহিন্দ্রা থর গাড়ি কিনে দেওয়া হয়। নিষ্পাপ ওই শিশুর বিশ্বাস, থর ও এক্সইউভি ৭০০ একই গাড়ি এবং তার দাম ৭০০ টাকা। তাই বাবার কাছে আবদার, মানি ব্যাগ থেকে ৭০০ টাকা খরচ করে যেন তাঁকে একটা থর গাড়ি কিনে দেওয়া হয়।

চিকুর ভিডিয়ো দেখে আপ্লুত নেটাগরিকরা। অনেকেই মজা করে মাহিন্দ্রা সংস্থার কর্ণধার আনন্দ মাহিন্দ্রার কাছে আর্জি জানান, চিকুকে যেন ৭০০ টাকায় একটা থর গাড়ি উপহার দেন। আনন্দ মাহিন্দ্রাও ওই ভিডিয়ো শেয়ার করে লেখেন, যদি ৭০০ টাকায় থর গাড়ি বিক্রি করেন, তবে শীঘ্রই দেউলিয়া হয়ে যাবেন।