Train derailed: এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কায় লাইনচ্যুত প্যাসেঞ্জার ট্রেন, মৃত অন্তত ৬

Passenger train derailed: ফের লাইনচ্যুত হয়ে গেল যাত্রীবাহী ট্রেন। এবার অন্ধ্রপ্রদেশের ভিজিনাগারাম জেলায় লাইনচ্যুত হয়ে গেল বিশাখাপত্তনম-রায়াগাদা প্যাসেঞ্জার ট্রেন। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে আলামান্দা স্টেশনের কাছে। 

Train derailed: এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কায় লাইনচ্যুত প্যাসেঞ্জার ট্রেন, মৃত অন্তত ৬
লাইনচ্যুত হয়ে গেল প্যাসেঞ্জার ট্রেন।Image Credit source: odisha tv
Follow Us:
| Edited By: | Updated on: Oct 29, 2023 | 10:59 PM

হায়দরাবাদ: ফের লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন। এবার অন্ধ্রপ্রদেশের ভিজিনাগারাম জেলায় লাইনচ্যুত হয়ে গেল বিশাখাপত্তনম-রায়াগাদা প্যাসেঞ্জার ট্রেন। একটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষের জেরেই প্যাসেঞ্জার ট্রেনটির ৩টি কোচ লাইনচ্যুত হয়ে যায়। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে আলামান্দা স্টেশনের কাছে। এই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে এবং ২৫ জন গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর মিলেছে। রেলের কর্মী ও আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধারকাজ শুরু করেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আলমান্দা স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। এই দুর্ঘটনায় হতাহতদের অবিলম্বে উদ্ধার করে যথাযথ চিকিৎসার বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে, এই দুর্ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব রেলওয়ের বেশ কিছু ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের পরিবারের কথা ভেবে রেলের তরফে হেল্পলাইন  নম্বর চালু করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর বিহারের বক্সার জেলায় লাইনচ্যুত হয়ে যায় কামাখ্যাগামী নর্থ-ইস্ট এক্সপ্রেস। ট্রেনের ২১টি বগি বেলাইন হয়ে যায়। ঘটনায় ৪ যাত্রীর মৃত্যু হয়েছে এবং ৭০ জন যাত্রী আহত হয়েছেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আরও এক রেল দুর্ঘটনা ঘটল।