ওয়েনাডে সেনার হাতে ঘটছে ‘মিরাকেল’, ৪৮ ঘণ্টায় তৈরি ব্রিজ, ৪ দিন পরও কাদার নীচে মিলল প্রাণের খোঁজ

Wayanad Landslide Update: প্রশাসন সূত্রে খবর, ওয়েনাডে ভূমিধসে  এখনও পর্যন্ত ৩০৮ জনের মৃত্যু হয়েছে। আহত ২০০-রও বেশি মানুষ। এখনও খোঁজ মিলছে না ২০০-রও বেশি বাসিন্দার। মনে করা হচ্ছে, ভেঙে পড়া বাড়ি-ঘর ও কাদামাটির নীচেই চাপা পড়ে রয়েছেন তারা। 

ওয়েনাডে সেনার হাতে ঘটছে 'মিরাকেল', ৪৮ ঘণ্টায় তৈরি ব্রিজ, ৪ দিন পরও কাদার নীচে মিলল প্রাণের খোঁজ
ওয়েনাডে চলছে উদ্ধারকাজ।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Aug 02, 2024 | 1:03 PM

তিরুবনন্তপুরম: আরও দীর্ঘ হচ্ছে মৃত্যুমিছিল। ওয়েনাডে ভূমিধসে মৃ্তের সংখ্যা ৩০০ পার করেছে। এখনও জারি তল্লাশিকাজ। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দাবি করেছিলেন যে ধ্বংসস্তূপের নীচে হয়তো আর কেউ বেঁচে নেই। তবে আজ, শুক্রবার কাদার নীচ থেকে জীবন্ত অবস্থায় ৪ জনকে উদ্ধার করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। ড্রোন র‌্যাডারও ব্যবহার করা হচ্ছে নিখোঁজদের খোঁজে।

প্রশাসন সূত্রে খবর, ওয়েনাডে ভূমিধসে  এখনও পর্যন্ত ৩০৮ জনের মৃত্যু হয়েছে। আহত ২০০-রও বেশি মানুষ। এখনও খোঁজ মিলছে না ২০০-রও বেশি বাসিন্দার। মনে করা হচ্ছে, ভেঙে পড়া বাড়ি-ঘর ও কাদামাটির নীচেই চাপা পড়ে রয়েছেন তারা।

বৃহস্পতিবার থেকেই স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। আজ ওয়েনাডের পদভেট্টি কুন্নু থেকে দুই মহিলা ও দুই পুরুষকে উদ্ধার করে ভারতীয় সেনাবাহিনী। তারা বিগত চারদিন ধরে মাটির নীচে চাপা পড়েছিলেন। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ ও সেনাবাহিনী। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই বেইলি ব্রিজ তৈরি করেছে ভারতীয় সেনা। তবে পর্যাপ্ত সামগ্রী ও ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধারকাজে বাধা তৈরি হচ্ছে। গতকালই ওয়েনাডে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী। আজ ওয়েনাড যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল।

অন্য়দিকে, মৌসম ভবনের তরফে আজ ও আগামী কয়েকদিন ইদুক্কি, ত্রিশূর, পালাক্কড়, মলপ্পুরম, কোঝিকোড়, কন্নুর ও কাসারগড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

তৈরি হল বেইলি ব্রিজ।