‘ভ্যাকসিনই নেই’, পয়লা মে-র আগে খালি হাত করোনা বিধ্বস্ত দিল্লির

সোমবারই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানিয়েছিলেন, রাজ্য সরকার বিভিন্ন নির্মাতা সংস্থার কাছ থেকে ১ কোটি ৩৪ লক্ষ করোনা টিকার ব্যবস্থা করেছে।

'ভ্যাকসিনই নেই', পয়লা মে-র আগে খালি হাত করোনা বিধ্বস্ত দিল্লির
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Apr 29, 2021 | 3:37 PM

নয়া দিল্লি: দেশে প্রাপ্তবয়স্কদের টিকাকরণ (COVID Vaccination) শুরু হতে বাকি স্রেফ ২ দিন। টিকা নিয়ে করোনা লড়াই জয় করার জন্য উদগ্রীব আম আদমি। কিন্তু ভ্যাকসিন কোথায়? সেই প্রশ্নটাই ফের তুলে ধরল রাজধানী। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, তাঁদের কাছে ভ্যাকসিন নেই। তিনি বলেন, “আমরা নির্মাতাদের সঙ্গে কথা বলেছি। ভ্যাকসিন এলে আপনাদের জানাব।”

সোমবারই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানিয়েছিলেন, রাজ্য সরকার বিভিন্ন নির্মাতা সংস্থার কাছ থেকে ১ কোটি ৩৪ লক্ষ করোনা টিকার ব্যবস্থা করেছে। তিনি আধিকারিকদের সঙ্গে রাজধানীর ভ্যাকসিনের বিষয়ে একটি বৈঠক করবেন। তারপরই স্বাস্থ্যমন্ত্রীর দাবি, তাঁদের কাছে ভ্যাকসিনই নেই। এর আগে চরম অক্সিজেন সঙ্কটে পড়েছিল দিল্লি। যা এখনও অব্যাহত। অক্সিজেনের অভাবে দিল্লির একাধিক হাসপাতালে রোগী মৃত্যু হয়েছে। প্রাণবায়ু সঙ্কটে দেশের সব মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অক্সিজেন প্রার্থনা করেছিলেন কেজরীবাল।

অক্সিজেন নিয়ে দিল্লি সরকার ও কেন্দ্রের তরজা হাইকোর্টে পর্যন্ত গড়িয়েছে। যেখানে চরম ভর্ৎসনার মুখে পড়েছে দুই সরকারই। সারা দেশেরই করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। গত ২৪ ঘণ্টায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন। একদিনেই মৃত্যু হয়েছে ৩৬৪৫ জনের। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৩ লক্ষ ৭৬ হাজার ৫২৪। এরমধ্য়ে সক্রিয় রোগীর সংখ্যা ৩০ লক্ষ ৮৪ হাজার ৮১৪। এখনও অবধি মোট সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৫০ লক্ষ ৮৬ হাজার ৮৭৮ জন। সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে ২ লক্ষ ৪ হাজার ৮৩২ জনের। এখনও অবধি করোনা টিকা পেয়েছেন ১৫ কোটিও বেশি মানুষ।

আরও পড়ুন: আসছে ‘করোনার ওষুধ’ মলনুপিরাভির! ৫ নামজাদা ভারতীয় সংস্থার সঙ্গে গাঁটছড়া মার্কের