Monsoon Update: হাসিয়ে-কাঁদিয়ে এবার বিদায় নেবে বর্ষা, সম্ভাব্য দিন জানাল মৌসম ভবন
Monsoon Update: বর্ষার আগে এবার মৌসম ভবন জানিয়েছিল, বৃষ্টি হবে স্বাভাবিক হারেই। তবে শেষের দিকে এল নিনোর প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছিল।
নয়া দিল্লি: কেরল থেকে শুরু হয় বর্ষার পথ চলা। তারপর ২ মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে চলে বৃষ্টির দাপট। এবার শরতের পালা। তাই বর্ষা এখন বিদায়ের অপেক্ষায় দিন গুনছে। দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে যার প্রবেশ, উত্তর-পশ্চিম ভারত থেকে শুরু হবে সেই বর্ষার বিদায়ের পালা। সাধারণত প্রতি বছর ১৭ সেপ্টেম্বর থেকে বর্ষা পাট গোটাতে শুরু করে, ১৫ অক্টোবরের মধ্যে বিদায় সম্পূর্ণ হয়। তবে এবার শেষ হয়েও শেষ হচ্ছে না বর্ষা। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী ৫ দিন ধরেও দেশের বিভিন্ন অংশে জারি থাকবে বর্ষার দাপট। পশ্চিমের রাজ্য রাজস্থান থেকে ২৫ সেপ্টেম্বর বর্ষা বিদায় নেবে।
সাধারণত উত্তর-পশ্চিম ভারত থেকে বিদায় নিতে শুরু করা মানেই দেশ থেকে বর্ষা-বিদায় বলে ধরে নেওয়া হয়। পশ্চিম থেকে যদি যেতে দেরী হয়, তাহলে তা অতিরিক্ত বর্ষণ বলে চিহ্নিত হয়। তার প্রভাব পড়তে পারে ফসলের ক্ষেত্রেও। বিশেষ রবি চাষের ফলনে এই বর্ষার মেয়াদের বিশেষ গুরুত্ব রয়েছে।
এখনও পর্যন্ত এ বছরের বর্ষায় বৃষ্টিপাত হয়েছে ৭৮০.৩ মিলিমিটার। সাধারণত ৮৭০ মিলিমিটারের আশপাশে থাকে বৃষ্টির পরিমাণ। বর্ষার আগে এবার মৌসম ভবন জানিয়েছিল, বৃষ্টি হবে স্বাভাবিক হারেই। তবে শেষের দিকে এল নিনোর প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছিল।
গত জুন মাসে বৃষ্টির কিছুটা ঘাটতি দেখা গেলেও জুলাই মাসে অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে এবার। তবে অগস্ট মাস ছিল শুষ্ক। ১৯০১ সালের পর এত বেশি শুষ্ক বর্ষা আর ভারত দেখেনি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবার সেপ্টেম্বর মাসে সেই অভাব পূরণ হয়েছে বেশ কিছুটা। একাধিক নিম্নচাপের কারেণ প্রচুর বৃষ্টি হয়েছে। অর্থাৎ কখনও বৃষ্টির অভাব হলেও পরে তা পূরণ হয়েছে পরে। এবার সেই পালা শেষ হওয়ার সময় এসেছে।