What India Thinks Today: নজরকাড়া পারফর্ম্যান্স, WITT-র মহামঞ্চে নতুন মাত্রা যোগ করবেন অশ্বিনী বৈষ্ণব, অমিতাভ কান্তও

What India Thinks Today: প্রথম বছর ব্যাপক খ্যাতি ও সাফল্যের পর এবার দ্বিতীয় সংস্করণের আয়োজন হতে চলেছে দিল্লিতে। 'হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে'র মঞ্চ আলোকিত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, যিনি মোদীর ক্যাবিনেটে নিজের 'এ-ক্লাস' কাজের জন্য আলাদা খ্যাতি অর্জন করেছেন, তিনিও নিজের উজ্জ্বল উপস্থিতির মাধ্যমে এই সামিটে আলাদা মাত্রা যোগ করবেন। নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্তও এই সামিটে নিজের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরবেন।

What India Thinks Today: নজরকাড়া পারফর্ম্যান্স, WITT-র মহামঞ্চে নতুন মাত্রা যোগ করবেন অশ্বিনী বৈষ্ণব, অমিতাভ কান্তও
অশ্বিনী বৈষ্ণব ও অমিতাভ কান্তImage Credit source: TV9 Network
Follow Us:
| Updated on: Feb 22, 2024 | 11:19 PM

দেশের এক নম্বর নিউজ় নেটওয়ার্ক টিভি নাইন ফের একবার আয়োজন করছে ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে গ্লোবাল সামিট’। প্রথম বছর ব্যাপক খ্যাতি ও সাফল্যের পর এবার দ্বিতীয় সংস্করণের আয়োজন হতে চলেছে দিল্লিতে। ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’র মঞ্চ আলোকিত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া দেশের বহু শিল্পপতি, উদ্যোগপতি, বিনিয়োগকারী এই সামিটে নিজেদের মতামত তুলে ধরবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, যিনি মোদীর ক্যাবিনেটে নিজের ‘এ-ক্লাস’ কাজের জন্য আলাদা খ্যাতি অর্জন করেছেন, তিনিও নিজের উজ্জ্বল উপস্থিতির মাধ্যমে এই সামিটে আলাদা মাত্রা যোগ করবেন। নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্তও এই সামিটে নিজের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরবেন।

অশ্বিনী বৈষ্ণব

অশ্বিনী বৈষ্ণব। বর্তমানে মোদী সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। রেল, যোগাযোগ এবং ইলেকট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি মন্ত্রকের গুরু দায়িত্ব রয়েছে তাঁর উপর। অতীতে দীর্ঘদিন দুঁদে আমলা হিসেবেও নিজের কাজে যথেষ্ট প্রশংসিত হয়েছেন তিনি। ওড়িশা ক্যাডারের আইএএস অফিসার ছিলেন তিনি। বর্তমানে ওড়িশা থেকে রাজ্যসভার সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী। নির্দিষ্ট সময়ের মধ্যে এবং যাবতীয় তথ্য ও পরিসংখ্যান নিয়ে কাজ করার মধ্য দিয়েও তাঁর দক্ষতার পরিচয় পাওয়া যায়। রেলমন্ত্রী হিসেবে তাঁর গুরুত্বপূর্ণ সাফল্যগুলির মধ্যে অন্যতম হল ‘কবচ’ ব্যবস্থা, বন্দে ভারত ট্রেন এবং অবশ্যই রেলের পরিকাঠামোকে আরও মজুবত করে তোলা।

শুধু রেলই নয়, নিজের ‘এ ক্লাস’ কাজের জন্য মোদী সরকারের যোগাযোগ ও ইলেকট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি মন্ত্রকের দায়িত্বও পেয়েছেন অশ্বিনী বৈষ্ণব। এখানেও তাঁর সাফল্যের কীর্তি কিছু কম নয়। যার মধ্যে অন্যতম হল নয়া টেলিকমিউনিকেশন আইন, ‘রাইট টু রিপেয়ার’ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ। ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ ২০২৪-এর মঞ্চেও দেশের পরিকাঠামো, বিনিয়োগ এবং তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে কী কী কাজ করা হচ্ছে, সেই বিষয়ে আলোকপাত করবেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আগামীর সম্ভাবনার দিকগুলিও তুলে ধরবেন তিনি।

অমিতাভ কান্ত

মোদী সরকারের হাতে তৈরি নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্ত। তাঁর কাজের দক্ষতা এতটাই ছিল যে নীতি আয়োগের ভূমিকা শুধু দেশেই নয়, ভারতের বাইরেও আলোচিত হচ্ছে। দিল্লিতে মডার্ন স্কুল থেকে পড়াশোনা অমিতাভ কান্তের। পরে সেন্ট স্টিফেন কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক। এরপর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা। কেরল ক্যাডারের আইএএস অফিসার হন তিনি। তাঁর কাজের দক্ষতা ও নৈপুন্য দেখে মোদী সরকার তাঁকে জি-২০-র মতো একটি বড় ইভেন্টে শেরপার দায়িত্ব দেয়। ভারতে যে ডিজিটাল বিপ্লব নিয়ে এত চর্চা, সেখানেও তাঁর একটি বড় ভূমিকা রয়েছে। যেভাবে গোটা বিশ্বের ভারতে উপর ভরসা ক্রমে বাড়ছে, সেই বিষয়ের উপর ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ ২০২৪-এর মঞ্চে আলোকপাত করবেন তিনি।

শিল্পজগতের বহু গণ্যমান্য ব্যক্তিত্বও ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’র এই মহাসমারোহে অংশ নিতে চলেছে। মারুতি সুজুকির আর সি ভার্গব থেকে শুরু করে শার্ক ট্যাঙ্ক খ্যাত আমান গুপ্তা, বিনীতা সিং, গজল আলঘরাও থাকবেন এই সামিটে।