Budget 2024 Live Stream: তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, দেখুন লাইভ

Budget 2024 Live Stream: তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। তাই, এই বাজেট ঘিরে কৌতূহল রয়েছে আমজনতার। প্রত্যাশাও অনেক। একাধিক বড় ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাই, সাধারণ মানুষ থেকে শিল্পপতি, মঙ্গলবার সবার নজর থাকবে এই বাজেটের দিকে। সকাল ১১টা থেকে বাজেট পেশ শুরু করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

Budget 2024 Live Stream: তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, দেখুন লাইভ
মঙ্গলবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
Follow Us:
| Updated on: Jul 23, 2024 | 4:43 PM

নয়াদিল্লি: ৯ জুন তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মঙ্গলবার তিনি ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ করবেন। কখন বাজেট পেশ শুরু করবেন? তাঁর বাজেট পেশ কোথায় এবং কীভাবে দেখবেন?

তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। তাই, এই বাজেট ঘিরে কৌতূহল রয়েছে আমজনতার। প্রত্যাশাও অনেক। একাধিক বড় ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাই, সাধারণ মানুষ থেকে শিল্পপতি, মঙ্গলবার সবার নজর থাকবে এই বাজেটের দিকে।

গত কয়েক বছর সাধারণ বাজেট ১ ফেব্রুয়ারি পেশ হয়েছিল। কিন্তু, এবছর লোকসভা নির্বাচন হওয়ায় ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন নির্মলা সীতারামন। সরকার গঠনের পর তাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন তিনি। মঙ্গলবার সকাল ১১টা থেকে বাজেট পেশ শুরু করবেন। জেনে নিন, কোথায় কোথায় দেখতে পাবেন বাজেটের লাইভ।

TV9 বাংলায় দেখুন বাজেটের লাইভ-

এইসব প্ল্যাটফর্মেও বাজেটের লাইভ দেখতে পাবেন-

  1. সংসদ টিভি
  2. দূরদর্শন
  3. সংসদ টিভি ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলের লাইভ স্ট্রিমে
  4. অর্থমন্ত্রকের ওয়েবসাইট লাইভ স্ট্রিম
  5. TV9 বাংলার অফিসিয়াল ওয়েবসাইটইউটিউব চ্যানেলে দেখতে পাবেন বাজেটের লাইভ

কোথায় পাবেন কেন্দ্রীয় বাজেটের নথি-

মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করবেন, তার পূর্ণাঙ্গ নথি কোথায় পাবেন? নির্মলা সীতারামন বাজেট পেশ করার পর সমস্ত নথি সরকারি ওয়েবসাইটে আপলোড করা হবে। www.indiabudget.gov.in এই ওয়েবসাইটে গিয়ে হিন্দি এবং ইংরেজিতে বাজেটের নথি দেখতে পাবেন। পিডিএফ ফর্ম্যাটে বাজেটের নথি আপলোড হবে। ফলে আপনি ডাউনলোড করেও পড়তে পারেন।

অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপেও বাজেটের নথি পাবেন। আপনি ইউনিয়ন মোবাইল বাজেট অ্যাপ থেকে বাজেটের নথি ডাউনলোড করতে পারেন। অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরি গিয়ে এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন। অন্যদিকে, আইফোন বা iOS ব্যবহারকারীরা অ্যাপ স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করতে পারেন।

সপ্তমবার বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন-

গত কয়েক বছরে ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছিল। কিন্তু, এবার লোকসভা নির্বাচন হওয়ায় বাদল অধিবেশনে ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে মঙ্গলবার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে সপ্তমবার বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন। টানা সাতবার বাজেট পেশ করে মোরারজি দেশাইয়ের রেকর্ড ভাঙতে চলেছেন তিনি। মোরারজি দেশাই টানা ৬ বার বাজেট পেশ করেছিলেন।