Sukhvinder Singh Sukhu: চার দশকের আনুগত্য নাকি ‘আপনজন’ ভাবমূর্তি? মুখ্য়মন্ত্রীর দৌড়ে সুখুকে জিতিয়ে দিল কোন গুণ?

Himachal Pradesh CM: হিমাচলের মুখ্যমন্ত্রীর দৌড়ে সুখবিন্দর সিং সুখুর পাশাপাশি যাদের নাম ছিল, তারা হলেন প্রতিভা সিং ও মুকেশ অগ্নিহোত্রী। এরা দুইজনেই প্রয়াত কংগ্রেস নেতা রাজা বীরভদ্র সিংয়ের ছায়ায় রাজনীতিতে প্রবেশ করেছিলেন। সেখানেই সুখুর রাজনৈতিক কেরিয়ার সম্পূর্ণভাবে নিজের হাতে তৈরি।

Sukhvinder Singh Sukhu: চার দশকের আনুগত্য নাকি 'আপনজন' ভাবমূর্তি? মুখ্য়মন্ত্রীর দৌড়ে সুখুকে জিতিয়ে দিল কোন গুণ?
সমর্থকদের সঙ্গে সুখবিন্দর সিং সুখু। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2022 | 7:29 AM

সিমলা: চার দশক ধরে দলের প্রতি আনুগত্য নাকি রাজ্যবাসীর কাছে গ্রহণযোগ্য়তা? কোন যাদুতে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর গদি পেতে চলেছেন সুখবিন্দর সিং সুখু? বৃহস্পতিবার ফল প্রকাশ হয়েছে হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের। বিজেপিকে হারিয়ে পাহাড়ি রাজ্যের দখল নিয়েছে কংগ্রেস। নির্বাচনে জিতলেও, কে মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছিল দলের মধ্য। দীর্ঘ বৈঠক-আলোচনার পর শনিবারই হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়। চারবারের বিধায়ক সুখবিন্দর সিং সুখুকেই মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়। আজ, রবিবার তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন।

শনিবার বিকেলে হিমাচলের মুখ্যমন্ত্রী হিসাবে সুখবিন্দর সিং সুখুর নাম ঘোষণা করা হয়। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, দু’দিন ধরে বৈঠকের পর সুখুর নামে সিলমোহর দিয়েছে কংগ্রেসের হাইকম্যান্ড। হিমাচলের কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকের পর শনিবার সুখুর নাম ঘোষণা করেন প্রবীণ নেতা তথা ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। আজ, রবিবার সকাল ১১টায় শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী। উপমুখ্যমন্ত্রী হচ্ছেন মুকেশ অগ্নিহোত্রী। মুখ্যমন্ত্রীর দৌড়ে বাকি যারা ছিলেন, অর্থাৎ প্রতিভা সিং ও তাঁর ছেলে বিক্রমাদিত্য় সিংকেও গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, হিমাচলের নতুন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু দলের অভ্যন্তরে রাহুল গান্ধীর ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। হিমাচল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুখু চার বারের বিধায়ক। তবে সুখুকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়ার অন্যতম কারণ হল-

আসন সংখ্য়া- ৬৮ আসনের হিমাচল প্রদেশ বিধানসভায় ৪০টি আসনেই জয়ী হয়েছে কংগ্রেস। জয়ী ৪০ বিধায়কের মধ্যে অর্ধেকের বেশি বিধায়কের সমর্থনই রয়েছে সুখুর প্রতি। এছাড়াও সুখবিন্দর সিং সুখুর নিজের গড় হল হামিরপুর, যা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ও তাঁর বাবা প্রেম কুমার ধুমালেরও গড়। ওই জেলার পাঁচটি আসনের মধ্যে চারটিতেই জয়ী হয়েছে কংগ্রেস। সৌজন্যে, সুখবিন্দর সিং সুখু। অপর একটি আসনেও বিজেপি নয়, জিতেছেন কংগ্রেসের দলত্যাগী নির্দল প্রার্থী।

সুখুর ভাবমূর্তি- হিমাচলের মুখ্যমন্ত্রীর দৌড়ে সুখবিন্দর সিং সুখুর পাশাপাশি যাদের নাম ছিল, তারা হলেন প্রতিভা সিং ও মুকেশ অগ্নিহোত্রী। এরা দুইজনেই প্রয়াত কংগ্রেস নেতা রাজা বীরভদ্র সিংয়ের ছায়ায় রাজনীতিতে প্রবেশ করেছিলেন। সেখানেই সুখুর রাজনৈতিক কেরিয়ার সম্পূর্ণভাবে নিজের হাতে তৈরি। সাধারণ দুধওয়ালা থেকে বিধায়ক হয়ে ওঠার লড়াইও নজরকাড়া। ছাত্রনেতা থেকে যুব কংগ্রেসের সভাপতি, প্রত্যেকটি ধাপ পার করে তিনি মুখ্যমন্ত্রীর গদিতে পৌঁছেছেন।

রাহুল ঘনিষ্ঠ– কংগ্রেসের অন্দরমহলের খবর, সুখবিন্দর সিং প্রথম থেকেই রাহুল গান্ধীর শিবিরের। ছাত্রজীবন থেকেই তিনি রাহুল গান্ধীর প্রতিই সমর্থন জানিয়েছেন। পাশপাশি তিনি প্রিয়ঙ্কা গান্ধীরও সুনজরে রয়েছেন। ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত রাহুল এবার হিমাচল ও গুজরাটের নির্বাচনের দিকে বিশেষ নজর দিতে পারেননি। সেখানেই প্রিয়ঙ্কা গান্ধী হিমাচলে ১০টি র‌্যালি করেছিলেন। সবকটিতেই নেতৃত্বের প্রথম সারিতে ছিলেন সুখু।