কেন দিল্লিতে ডাকা হবে অভিষেককে? সুপ্রিম কোর্টে ফের সওয়াল সিব্বলের

Abhishek Banerjee: সুপ্রিম কোর্টের নির্দেশেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত বছরের ২২ সেপ্টেম্বর কয়লা পাচার-কাণ্ডে কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হয়। তার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণ দেখিয়ে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করার কথা বলেছিল ইডি।

কেন দিল্লিতে ডাকা হবে অভিষেককে? সুপ্রিম কোর্টে ফের সওয়াল সিব্বলের
সুপ্রিম কোর্টে অভিষেকের মামলাImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2024 | 1:50 PM

নয়া দিল্লি: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত বলবৎ থাকবে কি না, তা নিয়ে ফের শুনানি শুরু সুপ্রিম কোর্টে। আজ, বুধবার একপ্রস্থ শুনানির পর আবার শুনানি হবে বৃহস্পতিবার। কয়লা পাচার কাণ্ডের তদন্তে একাধিকবার অভিষেককে দিল্লিতে ইডি-র সদর দফতরে তলব করা হয়েছিল, তা নিয়েই প্রশ্ন ওঠে।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী কপিল সিব্বল একাধিক প্রশ্ন তোলেন আদালতে। যে পদ্ধতিতে অভিষেককে তলব করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কলকাতায় ইডি-র পূর্বাঞ্চলীয় অফিস থাকা সত্ত্বেও কেন তাঁকে দিল্লিতে তলব করা হচ্ছে, তা জানতে চান আইনজীবী।

সুপ্রিম কোর্টের নির্দেশেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত বছরের ২২ সেপ্টেম্বর কয়লা পাচার-কাণ্ডে কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হয়। তার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণ দেখিয়ে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করার কথা বলেছিল ইডি।

সিব্বল আদালতে জানান, তৃণমূল সাংসদ অভিষেক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন, তবে তার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনওরকম অবনতি হয়নি। তবে কেন তাঁকে দিল্লিতে তলব করা হবে? প্রশ্ন আইনজীবীর। বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চে বৃহস্পতিবারও ফের হবে শুনানি।

এর আগে ২০২২ সালে এই মামলা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে, কলকাতায় জিজ্ঞাসাবাদ করা শুরু হয় অভিষেককে।