Mann ki Baat: ভারতের সঙ্গে ভারতের পরিচয় করিয়েছে ‘মন কি বাত’

IIMC-র সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে, ১২ শতাংশ লোক রেডিয়োতে, ১৫ শতাংশ লোক টিভিতে এবং প্রায় ৩৭ শতাংশ লোক ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মন কি বাত' অনুষ্ঠান শোনেন।

Mann ki Baat: ভারতের সঙ্গে ভারতের পরিচয় করিয়েছে 'মন কি বাত'
ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 29, 2023 | 7:31 PM

নয়া দিল্লি: ভারতের সঙ্গে ভারতের পরিচয় করিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) ‘মন কি বাত’। ‘মন কি বাত’ (Mann ki Baat) অনুষ্ঠানের শততম পর্বের (100 Episode) প্রাক্কালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন (IIMC)-এর করা সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। শুধু তাই নয়, সমাজে এমন অনেক মানুষ রয়েছেন, যাঁরা দেশ ও সমাজের উন্নয়নে নীরবে, নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন বা ভাবনা-চিন্তা করছেন। সেই সমস্ত মানুষের কথা ‘মন কি বাত’ অনুষ্ঠানের মাধ্যমেই গোটা দেশ জানতে পেরেছে। আবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে এমন অনেক মানুষের কথা প্রকাশ্যে এসেছে, যাঁদের জীবন অনুপ্রেরণাদায়ক। IIMC-এর সমীক্ষা রিপোর্টে অন্তত ৭৫ শতাংশ মানুষ এমনই মনে করেন।

জানা গিয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন (IIMC) চলতি বছরের ১২ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত প্রধনমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানটি নিয়ে সমীক্ষাটি চালিয়েছে। সংবাদমাধ্যমের কর্মী, ছাত্র সহ মিডিয়ার সঙ্গে জড়িত মোট ৮৯০ জন ব্যক্তি, দেশের মোট ১১৬টি মিডিয়া হাউস, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় এই সমীক্ষায় অংশগ্রহণ করেছে। যার মধ্যে ৩২৬ জন মহিলা এবং ৫৬৪ জন পুরুষ রয়েছে। সমীক্ষায় যাঁরা প্রতিক্রিয়া জাবনিয়েছেন তাঁদের ৬৬ শতাংশের বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।

IIMC-র সমীক্ষা রিপোর্ট অনুসারে, ওই সমীক্ষায় অংশগ্রহণকারীদের ৭৬ শতাংশ মনে করেন, দেশবাসীর কাছে প্রকৃত ভারতের ছবি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ‘মন কি বাত’। ৪০ শতাংশ লোক মনে করেন, মন কি বাত অনুষ্ঠানের সবচেয়ে প্রভাবশালী বিষয় হল শিক্ষা। শিক্ষার ব্যাপারে ভাবতে বাধ্য করেছে এই অনুষ্ঠান। আবার ২৬ শতাংশ লোকের মতে, কৃষিক্ষেত্রে কাজ করা, দিনমজুর সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষকে তথ্য পরিবেশন করতে সমর্থ হয়েছে মন কি বাত। এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হওয়ার পরেও দীর্ঘক্ষণ মানুষের মনে প্রভাব রাখে। ৩২ শতাংশ মানুষ এই অনুষ্ঠানটি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন এবং ২৯ শতাংশ মানুষ বন্ধু-বান্ধবের সঙ্গে আলোচনা করেন।

দেশবাসীর সঙ্গে যোগাযোগ বাড়াতে রেডিয়োর সম্প্রসার করতেই প্রধানমন্ত্রী হওয়ার পরই ‘মন কি বাত’ অনুষ্ঠান চালু করেন নরেন্দ্র মোদী। যদিও রেডিয়ো ছাড়াও টিভি এবং ইউটিউব সহ ইন্টারনেট মাধ্যমেও শোনা যায় মন কি বাত। IIMC-র সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে, ১২ শতাংশ লোক রেডিয়োতে, ১৫ শতাংশ লোক টিভিতে এবং প্রায় ৩৭ শতাংশ লোক ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনেন।

অল্প সময়ের মধ্যেই ‘মন কি বাত’ অনুষ্ঠান জনপ্রিয় হওয়ার বেশ কয়েকটি কারণও রয়েছে। যেমন, এই অনুষ্ঠানের মাধ্যমে একসঙ্গে দেশের ১০০ কোটি জনগণের সঙ্গে সংযুক্ত হন প্রধানমন্ত্রী। সময়ের সঙ্গে প্রাসঙ্গিক বিষয়গুলি নিয়ে একেবারে নিজস্ব কায়দায় আলোচনা করেন নরেন্দ্র মোদী। ফলে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রায় প্রতিটি অনুষ্ঠানেই সামাজিক এবং আর্থিক পরিবর্তনের উপর জোর দেন প্রধানমন্ত্রী। স্বচ্ছতা, সুস্বাস্থ্য, যোগা, জল সংরক্ষণ, পরিবেশ, প্রযুক্তি সহ সামগ্রিক উন্নয়নের কথা বলেন তিনি এবং মাঝেমধ্যে এমন কিছু মানুষের বাস্তব কাহিনি অনুষ্ঠানে তুলে ধরেন, যা সকলের কাছে অনুপ্রেরণাদায়ক। এছাড়া ‘মন কি বাত’ অনুষ্ঠানে বারবার ভারত, ভারতীয়, জনগণ শব্দগুলি প্রয়োগ করেন প্রধানমন্ত্রী। যা সহজেই দেশবাসীর মন ছুঁয়ে যায়। এছাড়া কী ভাবে সমাজ এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, সে ব্যাপারে আলোচনায় জোর দেন প্রধানমন্ত্রী। তাই আট থেকে ৮০- সকলের কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’।