WITT: এরোস্পেস এবং ড্রোন টেকনোলজিতে ভারত কীভাবে আত্মনির্ভর হয়েছে? WITT-এর মঞ্চে জানাবেন ড. বিবেক লাল
Dr Vivek Lall: 'হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে' (WITT) শীর্ষক এই সামিট শুরু হচ্ছে আগামী ২৫ ফেব্রুয়ারি এবং চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় মন্ত্রী-সহ বিদেশেরও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। হাজির থাকবেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ড. বিবেক লালও।
নয়া দিল্লি: দেশের বৃহত্তম নিউজ নেটওয়ার্ক TV9-এর বার্ষিক কনক্লেভ অনুষ্ঠিত হতে চলেছে নয়া দিল্লিতে। ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ (WITT) শীর্ষক এই সামিট শুরু হচ্ছে আগামী ২৫ ফেব্রুয়ারি এবং চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় মন্ত্রী-সহ বিদেশেরও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। হাজির থাকবেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ড. বিবেক লালও।
জেনারেল অ্যাটমিকস গ্লোবাল কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ হলেন ড. বিবেক লাল। ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’সামিট উপলক্ষ্যেই তিনি দেশে আসছেন। সামিটের দ্বিতীয় দিন অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি তিনি যোগদান করবেন। ভারত কীভাবে এরোস্পেস এবং ড্রোন টেকনোলজিতে আত্মনির্ভর হয়ে উঠছে, সে বিষয়ে তিনি জানাবেন।
কনসাসের বিচিত্রা স্টেট ইউনিভার্সিটি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেছেন ড. বিবেক লাল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করেছেন।
ড. লাল পেন্টাগনের সঙ্গে উত্তর অটলান্টিক সংধি সংগঠন (NATO)-এর সায়েন্স অ্যান্ড টেকনোলজি (STO)-তে মার্কিন প্রযুক্তি দলের সদস্য হিসেবে কাজ করেছেন। ২০১৮ তাঁকে ফেডারল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এ অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন পরিবহণ বিভাগের আধিকারিকদের উপদেষ্টার ভূমিকাও তিনি পালন করেছেন। ভারতের থিঙ্ক ট্যাঙ্ক অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের বিশিষ্ট সদস্য হিসাবে ড. লাল নিযুক্ত হয়েছিলেন। অ্যাসোসিয়েশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়া (ASSOCHAM)-র নিরাপত্তা সমিতির অধ্যক্ষ হিসাবে তিনি কাজ করেছেন। ২০১১ সালে ভারত-আমেরকা চেম্বার অব কমার্সের দ্বারা ড. লালকে ভারত-আমেরিকার সামরিক ক্ষেত্রের অধ্যক্ষ করা হয়েছিল।
ব্রডব্যান্ড এবং সাইবার নিরাপত্তা নিয়ে পরামর্শ প্রদান দিয়ে বিশেষ সম্মানিত হয়েছেন ড. লাল। বর্তমানে তিনি জেনারেল এটোমেটিক্স-এর চিফ এগজিকটিভ। এই কোম্পানিটি পারমাণবিক প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে কাজ করছে।