Lesbian Couple: লেসবিয়ান সম্পর্কে আপত্তি পরিবারের! প্রেমিকাকে কাছে পেতে লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হচ্ছেন যুবতী
Gender Change: স্বরূপ রানি নেহরু হাসপাতালের চিকিৎসক মোহিত জৈন বলেছেন, “নারী থেকে পুরুষ হতে চাওয়া ওই মহিলাকে টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হবে। এই থেরাপির জেরে ওই যুবতীর দেহে লোমও বেরোবে।”
প্রয়াগরাজ: সমকামী যুগল তাঁরা। একে অপরকে ভালবাসেন। নিজেদের লেসবিয়ান সম্পর্কের কথা পরিবারের লোকেদের জানিয়েছিলেন দুই যুবতী। তার পরই বিপত্তি। সমকামি সম্পর্ক মেনে নিতে রাজি ছিলেন না তাঁদের পরিবারের লোকেরা। এক মেয়ের সঙ্গে নিজেদের মেয়ের বিয়ে দিতে কিছুতেই রাজি ছিলেন না তাঁরা। কিন্তু ওই দুই মহিলার মধ্যে প্রেম এতটাই গভীর যে তাঁরা সম্পর্ক থেকে সরে আসার কথা ভাবতেই পারেন না। কিন্তু পরিবারের লোকও তা মেনে নেবেন না। তাই কোনও উপায় না দেখে নিজের লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন এক যুবতী। সম্প্রতি এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের প্রয়াগরাজে।
সে জন্য ইতিমধ্যেই প্রয়াগরাজের স্বরূপ রানি নেহরু হাসপাতালে অস্ত্রোপচার শুরু করেছেন ওই যুবতী। ওই হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন এই ঘটনার কথা। অস্ত্রোপচারে ওই যুবতীর বক্ষ এলাকার বিন্যাস পরিবর্তন করা হবে। নারী থেকে পুরুষ হওয়ার এই অস্ত্রোপচার শেষ হতে সময় লাগবে প্রায় দেড় বছর। চিকিৎসকরা জানিয়েছেন দেড় বছর পর নারী থেকে সম্পূর্ণ পুরুষ হয়ে উঠবেন ওই যুবতী।
এই ঘটনা নিয়ে স্বরূপ রানি নেহরু হাসপাতালের চিকিৎসক মোহিত জৈন বলেছেন, “নারী থেকে পুরুষ হতে চাওয়া ওই মহিলাকে টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হবে। এই থেরাপির জেরে ওই যুবতীর দেহে লোমও বেরোবে।” তিনি আরও জানিয়েছেন, এই লিঙ্গ পরিবর্তন হয়ে যাওয়ার পর ওই মহিলা চাইলেও আর সন্তানধারণ করতে পারবেন না। এ ব্যাপারে তিনি আরও বলেছেন, “এই প্রথম বার এ রকম অস্ত্রোপচার হচ্ছে এই হাসপাতালে। অস্ত্রোপচারের সমস্ত ধাপ শেষ হতে প্রায় ১৮ মাস লাগবে।” ওই যুবতীর সম্পূর্ণ হেল্থ চেক আপ হয়েছে। এবং এখন সে ভাল আছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা।