West Express: চলন্ত ট্রেনে শ্লীলতাহানির শিকার মহিলা, বাধা দিতে গিয়ে ছুরিকাহত ছেলে
Physical assult in moving train: ছেলেকে সঙ্গে নিয়ে অমৃতসর থেকে ওয়েস্ট এক্সপ্রেসে উঠেছিলেন হরিয়ানার ওই মহিলা। তাঁরা মুম্বই যাচ্ছিলেন। ট্রেনের জেনারেল কোচে উঠেছিলেন তাঁরা। সেখানেই সন্দীপ ওই মহিলার শ্লীলতাহানি করে বলে অভিযোগ।
সোনিপত: চলন্ত ট্রেনে শ্লীলতাহানির শিকার হলেন মহিলা। আর মা-কে বাঁচাতে গিয়ে ছুরিকাহত হল ছেলে। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ওয়েস্ট এক্সপ্রেসে (West Express)। ট্রেনটি হরিয়ানার (Haryana) হারসানা স্টেশনে ঢোকার সময়ই এক যুবকের শ্লীলতাহানির শিকার হন ওই মহিলা। অভিযুক্তের হাতেই ছুরিকাহত হয়েছে নির্যাতিতার ছেলে। যদিও একাজ করে রেহাই পায়নি অভিযুক্ত। তাকে গ্রেফতার করেছে RPF।
আরপিএফ সূত্রে খবর, অমৃতসর-মুম্বই ওয়েস্ট এক্সপ্রেসে এক মহিলা শ্লীলতাহানির শিকার হন বলে অভিযোগ। তিনি হরিয়ানার বাসিন্দা। তাঁর অভিযোগের ভিত্তিতেই ওই ট্রেনের যাত্রী সন্দীপ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। হরিয়ানার সোনিপত জেলার তিহার গ্রামের বাসিন্দা সন্দীপকে জেল হেফাজতে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, ছেলেকে সঙ্গে নিয়ে অমৃতসর থেকে ওয়েস্ট এক্সপ্রেসে উঠেছিলেন হরিয়ানার ওই মহিলা। তাঁরা মুম্বই যাচ্ছিলেন। ট্রেনের জেনারেল কোচে উঠেছিলেন তাঁরা। সেখানেই সন্দীপ ওই মহিলার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। নির্যাতিতার ছেলে বাধা দিলে অভিযুক্ত ধারাল অস্ত্র দিয়ে তাঁর উপর হামলা চালায় এবং মারধর করে বলেও অভিযোগ। এরপর ট্রেনটি সোনিপতে ঢুকতেই আরপিএফে অভিযোগ জানান ওই মহিলা।
সোনিপত আরপিএফের প্রধান যুধবীর সিং জানান, ওয়েস্ট এক্সপ্রেস হারসানা স্টেশনে ঢোকার সময় ট্রেনের মধ্যেই এক মহিলাকে শারীরিক হেনস্থা করা হয় বলে অন্য যাত্রীদের থেকে অভিযোগ আসে। সেই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সোনিপত আরপিএফের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন এবং অভিযুক্তকে গ্রেফতার করে। তারপর তাকে আদালতে পেশ করে জেল হেফাজতে পাঠানো হয়েছে।
এদিকে, চলন্ত ট্রেনে মহিলার শ্লীলতাহানি এবং বাধা দেওয়ায় তাঁর ছেলের ছুরিকাহত করার ঘটনায় ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। যদিও এই ঘটনায় তৎপরতার সঙ্গে কড়া পদক্ষেপ করেছে আরপিএফ। তবু এই ঘটনা ফের ট্রেনে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।