ভিডিয়ো: চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া মহিলাকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচালেন ‘লেডি সিঙ্ঘম’
Maharastra, Railway Stations, কয়েকদিন আগেও এমনটি একটি ঘটনার সাক্ষী ছিল মুম্বই।কল্যাণ রেলওয়ে স্টেশনে (Kalyan Railway Station) চলন্ত ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামার সময়ই ঘটে বিপত্তি।
মুম্বই: আবারও এক আরপিএফ কনস্টেবলের (RPF Constable) সক্রিয়তায় প্রাণ বাঁচল এক মহিলার। চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া এক মহিলাকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করেন ওই আরপিএফ কনস্টেবল। বৃহস্পতিবার, মহারাষ্ট্রের (Maharastra) রাজধানী মুম্বইয়ের (Mumbai) সান্ধারাস্ট রোড রেলওয়ে স্টেশনের (Sandhurst Road Station) ঘটনাটি ঘটে বলেই জানা গিয়েছে। চলন্ত ট্রেন থেকে মহিলা পড়ে যাওযার সময়তেই ঝাঁপিয়ে পড়েন কনস্টেবল স্বপ্না গোলকর এবং দ্রুত ওই মহিলার প্রাণ বাঁচাতে সক্ষম হন তিনি, নইলেই ট্রেনের নীচে চাপা পড়ে তাঁর মৃত্যু অনিবার্য ছিল বলেই মনে করা হচ্ছে।
দেখে নিন ভিডিয়ো
आज सैंडहर्स्ट रोड रेल्वे स्टेशन पर आयी हुई बदलापुर लोकल ट्रेन के महिला जनरल कोच मे 50 वर्ष महिला यात्री चलती लोकल ट्रेन मे चढ़ने के प्रयास के दौरान पैर फिसलने से गिरते समय स्टेशन पर तैनात महिला आरपीएफ आरक्षक सपना गोलकर द्वारा महिला यात्री की जान बचाकर सराहनीय कार्य किया l pic.twitter.com/7xZBb666ME
— Central Railway (@Central_Railway) October 21, 2021
সেন্ট্রাল রেলওয়ের (Central Railway) তরফে প্রকাশিত ভিডিয়োতে দেখা গিয়েছে একটি থেমে থাকা লোকাল ট্রেন উঠতে যান ৫০ বছর বয়সী ওই মহিলা যাত্রী। আচমকা ট্রেনটি চলতে শুরু করে। ভারসাম্য রাখতে না পেরেই পড়ে যান ওই মহিলা। ট্রেন ও প্ল্যাটফর্মর মাঝের ফাঁকে পড়ে গিয়ে প্রাণ হারানোর সম্ভাবনা ছিল প্রবল। এই সময়ই তৎক্ষনাত ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন ওই মহিলা আরপিএফ আধিকারিক এবং ফিল্মি কায়াদায় ওই মহিলাকে টেনে নিয়ে বিপজ্জনক অবস্থা থেকে উদ্ধার করেন তিনি।
কয়েকদিন আগেও এমনটি একটি ঘটনার সাক্ষী ছিল মুম্বই।কল্যাণ রেলওয়ে স্টেশনে (Kalyan Railway Station) চলন্ত ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামার সময়ই ঘটে বিপত্তি। ভারসাম্য রক্ষা করতে না পেরে ট্রেন ও প্ল্যাটফর্মের মধ্যেকার ফাঁকে আটকে যান এক আট মাসের গর্ভবতী মহিলা। সেই সময় আরপিএফ কনস্টেবল শ্রী এস আর খান্ডেকর অনেকটা একই রকমভাবে ওই মহিলার প্রাণ বাঁচিয়েছিলেন। মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ঘটনার সিসিটিভি ফুটেজ টুইটারে শেয়ার করেন এবং ঘটনাটি জনসমক্ষে আনেন। রেলের যাত্রীদের সাবধানবাণী দিয়ে তিনি লিখেছিলেন “ভারতীয় রেলের (Indian Railway) তরফে সকল যাত্রীদের কাছে অনুরোধ দয়া করে চলন্ত ট্রেনে ওঠানামা করবেন না।”