‘অপরাধ’ প্রেমে প্রত্যাখান করেছিলেন তরুণী, ক্রমাগত বাড়িতে আসছে ‘সেক্স টয়’!

Women harassment Case in Mumbai: ই-কমার্স সাইট থেকে ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে তরুণীর বাড়িতে 'সেক্সটয়' পাঠাচ্ছিলেন অভিযুক্ত। এরপর বিষয়টি নিয়ে ফেব্রুয়ারি মাস নাগাদ মুম্বইয়ের মালাড থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। শুরু হয় পুলিশি তদন্ত।

'অপরাধ' প্রেমে প্রত্যাখান করেছিলেন তরুণী, ক্রমাগত বাড়িতে আসছে 'সেক্স টয়'!
ক্যানিয়ে মহিলাকে মারধর
Follow Us:
| Edited By: | Updated on: Sep 12, 2021 | 4:56 PM

মুম্বই: প্রেমের প্রত্যাখান করায় তরুণীর বাড়িতে ‘সেক্স টয়’ পাঠালেন যুবক। গণেশ চতুর্থীর রাতে মুম্বই পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত। বছর ছাব্বিশের কুণাল অঙ্গলকার। ২১ বছর বয়সি এক তরুণীকে প্রেমের প্রস্তাব দেন। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখান করেন তরুণী। বিষয়টিকে ভালোভাবে মেনে নিতে পারেননি কুণাল। প্রতিশোধ নিতে তরুণীর বাড়িতে মাসখানেক ধরে ক্রমাগত ‘সেক্স টয়’ পাঠিয়ে যান তিনি। শুধু তাই নয় পর্ন সাইটে আপলোড করে দেন তরুণীর ফোন নম্বরও।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ই-কমার্স সাইট থেকে ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে তরুণীর বাড়িতে ‘সেক্সটয়’ পাঠাচ্ছিলেন অভিযুক্ত। এরপর বিষয়টি নিয়ে ফেব্রুয়ারি মাস নাগাদ মুম্বইয়ের মালাড থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। শুরু হয় পুলিশি তদন্ত। মামলাটি সাইবার ক্রাইম বিভাগে স্থানান্তারিত করা হয়। মুম্বই পুলিশের সাইবার ক্রাইম বিভাগ কুণালের বাড়ির ঠিকানা খুঁজে বার করার চেষ্টা শুরু করে। এরপর তারা অভিযুক্ত যেই কুরিয়ার সংস্থা থেকে সেক্স টয় তরুণীর বাড়িতে পাঠাত সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করে। এতে লাভের লাভ কিছুই হয়নি। কারণ, কুণাল ওই সংস্থাকে নিজের নাম ঠিকানা দেননি। ভিপিএন সংক্রান্ত তথ্য জোগাড় করতে গিয়ে পুলিশ জানতে পারে প্রতিবারই ‘সেক্স টয় পাঠানোর সময়’ নিজের আইপি অ্যাড্রেস পরিবর্তন করেছেন অভিযুক্ত।

এত কিছুর করেও বেশি সুবিধা করতে পারেনি অভিযুক্ত। প্রযুক্তি বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে কুণাল অঙ্গলকারের খোঁজ পায় সাইবার পুলিশ। গণেশ চতুর্থী অর্থাৎ ১০ সেপ্টেম্বর রাতে গ্রেফতার করা হয় তাকে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই ঘটনা ফের আরও একবার মুম্বইয়ে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। উল্লেখ্য, ১০ তারিখ রাতে ফাঁকা টেম্পোর মধ্যে বছর বত্রিশের এক মহিলাকে ধর্ষণের পর যৌনাঙ্গে রড ঢুকিয়ে নৃশংস অত্যাচার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে এসে দেখে রক্তে ভেসে যাচ্ছে টেম্পো। সেখানেই অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন ওই মহিলা। পুলিশ নির্যাতিতাকে উদ্ধার করে মুম্বইয়ের রাজওয়াড়ি হাসপাতালে ভর্তি করে তাঁর চিকিৎসা শুরু করলেও কোনও লাভ হয় না। শরীরে গভীর ক্ষতের জেরে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি।

সেই একই দিনেই মহারাষ্ট্রের অমরাবতীর দায়রাপুরে পুরুষের যৌন লালসার শিকার হয় এক নাবালিকা। লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বছর পনেরোর মেয়েটি। এরপর নিজের সম্মান রক্ষার জন্য আত্মহত্যার পথ বেছে নেয় সে। ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হলে অভিযুক্তকে গ্রেপ্তার করে ১৫ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে রাখা হয়।

আরও পড়ুন:‘দেহে কোনও আঘাতের চিহ্ন নেই’, রাজারহাটে লক আপে নিহত বিজেপি কর্মীর ময়নাতদন্তের রিপোর্ট