Survey Report: রাজস্থানে গড়ে প্রত্যেক মহিলার তিন জনেরও বেশি যৌনসঙ্গী, আর পশ্চিমবঙ্গের মহিলাদের?

Survey: এনএফএইচএস সূত্রে জানা গিয়েছে, এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগঢ়, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ, অসম, কেরালা, লক্ষদ্বীপ, পুদুচেরি এবং তামিলনাড়ু রয়েছে।

Survey Report: রাজস্থানে গড়ে প্রত্যেক মহিলার তিন জনেরও বেশি যৌনসঙ্গী, আর পশ্চিমবঙ্গের মহিলাদের?
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2022 | 12:04 AM

নয়া দিল্লি: মহিলাদের যৌনসঙ্গীর সংখ্যা গড়ে পুরুষদের তুলনায় অনেকটাই বেশি। ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সমীক্ষা চালিয়ে এমনটাই জানা গিয়েছে। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, স্ত্রী অথবা সঙ্গীর বাইরে পুরুষদের যৌনসঙ্গীর সংখ্যা ৪ শতাংশ, যা মহিলাদের তুলনায় অনেকটাই বেশি। সেখানে মহিলাদের ক্ষেত্রে এই শতাংশের হার ০.৫। এনএফএইচএস ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১ লক্ষ ১০ হাজার মহিলা ও ১ লক্ষ পুরুষের মধ্যে এই সমীক্ষা চালিয়ে জানতে পেরেছে, গড়ে মহিলাদের যৌনসঙ্গী সংখ্যা পুরুষদের তুলনায় বেশি।

এনএফএইচএস সূত্রে জানা গিয়েছে, এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগঢ়, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ, অসম, কেরালা, লক্ষদ্বীপ, পুদুচেরি এবং তামিলনাড়ু রয়েছে। রাজস্থানে গড়ে মহিলাদের যৌনসঙ্গীর সংখ্যা বেশি। সেখানে প্রত্যেকের ৩.১ জন সঙ্গী রয়েছে এবং সে রাজ্যের পুরুষদের ক্ষেত্রে সংখ্যাটা ১.৮।  পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরিসংখ্যান বলেছে, প্রত্যেক নারীর গড়ে যৌনসঙ্গীর সংখ্যা ১। পুরুষদের ক্ষেত্রে অবশ্য গড় হিসেব দাঁড়ায় ১.৪-এ। তবে সমীক্ষা আগের ১২ মাসে মহিলার যে সব পুরুষরা তাদের স্ত্রী অথবা লিভ-ইন পার্টনারের বাইরে অন্য কোনও মহিলার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন, তাদের সংখ্যা ৪ শতাংশ। সেখানে মহিলাদের ক্ষেত্রে সেই সংখ্যা ০.৫ শতাংশ।

ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে নামের এই সমীক্ষা ২০১৯ থেকে ২০২১ এর মধ্যে চালানো হয়েছিল। দেশের ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৭০৭টি জেলায় এই সমীক্ষা চালানো হয়েছিল। কেন্দ্রীয় সরকার অধীনস্থ এই সংস্থার রিপোর্ট থেকে আর্থ-সামাজিক এবং অন্যান্য পটভূমির বিভিন্ন বিষয় জানা গিয়েছে যা সরকারি নীতি প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয়।