Partha Chatterjee Aide: পার্থ-ঘনিষ্ঠ হাজারিবাগের হোটেলে? আয়কর দফতরের হানা পড়শি রাজ্যে

ED: সংবাদসংস্থা সূত্রে খবর, আয়কর দফতরের সন্দেহ হিসাব বহির্ভূত টাকা লুকিয়ে রাখার জায়গা খুঁজতেই ওই ব্যক্তি ঝাড়খণ্ডের হোটেলে গিয়ে উঠেছিলেন।

Partha Chatterjee Aide: পার্থ-ঘনিষ্ঠ হাজারিবাগের হোটেলে? আয়কর দফতরের হানা পড়শি রাজ্যে
গ্রাফিক্স - টিভি নাইন বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2022 | 1:56 PM

ঝাড়খণ্ড: হাজারিবাগের একটি হোটেলে আয়কর দফতরের হানা। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এক ঘনিষ্ঠের খোঁজে হাজারিবাগের ওই হোটেলে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার আপাতত জেল হেফাজতে আছেন পার্থ চট্টোপাধ্যায়। সংবাদসংস্থার দাবি, তাঁরই এক ঘনিষ্ঠ হাজারিবাগের ভান্ডারা পার্কের একটি হোটেলে ওঠেন বলে আধিকারিকরা জানতে পারেন।

সংবাদসংস্থা সূত্রে খবর, আয়কর দফতরের সন্দেহ হিসাব বহির্ভূত টাকা লুকিয়ে রাখার জায়গা খুঁজতেই ওই ব্যক্তি ঝাড়খণ্ডের হোটেলে গিয়ে উঠেছিলেন। দু’দিন আগে সেখানে আই-টি হানার আগাম খবর পেয়ে কয়েক ঘণ্টা আগেই ওই ব্যক্তি হোটেল ছেড়ে পালিয়ে যান বলে খবর। আয়কর দফতরের আধিকারিকরা হোটেল কর্মীদের জিজ্ঞাসাবাদও করেন।

সূত্রের খবর, এদিন অন্য একটি ঘটনার তদন্তে ঝাড়খণ্ডে গিয়েছিল আয়কর দফতরের ওই দলটি। এরইমধ্যে কলকাতার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি আধিকারিকদের কাছ থেকে তথ্য যায়। এরপরই হাজারিবাগের ভান্ডারা পার্কের হোটেলে হানা দেয় তারা। আধিকারিকরা ঢুকেই ওই হোটেলে প্রবেশের সমস্ত রাস্তা সিল করে দেয়। ওই চত্বরে মাল্টিপ্লেক্স, হোটেল, অনুষ্ঠান বাড়ির গেট বন্ধ করে শুরু হয় তল্লাশি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আয়কর-আধিকারিক পিটিআইকে জানায়, সরকারি একটি গাড়িতে ওই ব্যক্তি কলকাতা থেকে পড়শি রাজ্য ঝাড়খণ্ডে যান। ওই ব্যক্তির সঙ্গে একটি বড় ব্য়াগও ছিল বলে জানান। তদন্ত চলছে বলেই জানান ওই আধিকারিক।

পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে একের পর এক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। আদালত বেশ কয়েকটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এরপরই তদন্তকারীদের স্ক্যানারে বোর্ডের বেশ কয়েকজন আসেন। যে সময় এই দুর্নীতি হয়, সে সময় রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তদন্তকারীদের আতসকাচের নীচে আসেন তিনিও। এরইমধ্যে নিয়োগ দুর্নীতি মামলার সমান্তরাল তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তাদের হাতে রাতভর জেরার পর গত মাসে গ্রেফতার হন পার্থ।