Universities of West Bengal: সোমবার থেকেই ফের উপাচার্যহীন রাজ্যের ১০ বিশ্ববিদ্যালয়

Universities of West Bengal: রাজ্যপাল তথা আচার্যও সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আর উপাচার্য নিয়োগ করতে পারবেন না রাজ্য সরকারের সঙ্গে বৈঠক ছাড়া। ফলে এই ১০ বিশ্ববিদ্যালয়ে আবারও প্রশাসনিক কাজে অসুবিধা দেখা দেবে বলে মনে করছে এডুকেশনিস্ট ফোরাম।

Universities of West Bengal: সোমবার থেকেই ফের উপাচার্যহীন রাজ্যের ১০ বিশ্ববিদ্যালয়
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2023 | 5:33 PM

কলকাতা: পূর্ণ হচ্ছে ৬ মাসের মেয়াদ। আগামী সোমবার থেকে রাজ্যের ১০ বিশ্ববিদ্যালয় উপাচার্যবিহীন হতে চলেছে। প্রসঙ্গত, উপাচার্যদের বহাল করা নিয়ে সম্প্রতি ব্যাপক টানাপোড়েন দেখা গিয়েছে রাজ্য-রাজ্যপালের মধ্যে। একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যেই তোপ দাগতে দেখা গিয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। যদিও তারমধ্যে একাধিক বিশ্ববিদ্যালয়ে অন্তবর্তী উপাচার্য হিসাবে বেশ কিছু নতুন মুখকে বসায় রাজভবন। সূত্রের খবর, এর মধ্যে ১০ বিশ্ববিদ্যালয়েই নয়া ভারপ্রাপ্ত অন্তবর্তী উপচার্যদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ফলে ফের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কাজে সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছে এডুকেশনিস্ট ফোরাম। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রশাসনিক জটে ফের আটকে যেতে পারে গুরুত্বপূর্ণ সব কাজ। এদিন সাংবাদিক বৈঠকে সে সম্পর্কে উদ্বেগও প্রকাশ করতে দেখা যায় এডুকেশনিস্ট ফোরামের সদস্যদের। 

১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, সংস্কৃত কলেজ এন্ড ইউনিভার্সিটি, ডায়মন্ড হারবার ইউনিভার্সিটি, আম্বেদকর ইউনিভার্সিটি, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, কন্যাশ্রী, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। 

এডুকেশনিস্ট ফোরাম জানাচ্ছে এই সকল বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপাচার্যদের দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে আগামী সোমবার থেকে। রাজ্যপাল তথা আচার্যও সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আর উপাচার্য নিয়োগ করতে পারবেন না রাজ্য সরকারের সঙ্গে বৈঠক ছাড়া। ফলে এই ১০ বিশ্ববিদ্যালয়ে আবারও প্রশাসনিক কাজে অসুবিধা দেখা দেবে বলে মনে করছে এডুকেশনিস্ট ফোরাম। অন্যদিকে এদিনের সাংবাদিক বৈঠকে যাদবপুরের সমাবর্তন নিয়ে কথা বলতে দেখা যায় ফোরামের সদস্যদের। কেন, কোন পথে চব্বিশে ডিসেম্বর সমাবর্তন হচ্ছে সেই ব্যাখ্যা দিতে দেখা যায় মনোজিত মণ্ডল, ওমপ্রকাশ মিশ্রদের।