AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rain in Bengal: ২ দিনের মুষলধারাতেই ম্যাজিক, বড়সড় বৃষ্টির ঘাটতি কমল দক্ষিণবঙ্গে, আর ক’দিন ভিজবে বাংলা?

Rain in Bengal: হাওয়া অফিস বলছে নিম্নচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় পুরোপুরি ঝাড়খণ্ডে সরে যেতে পারে। বর্তমানে এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে।

Rain in Bengal: ২ দিনের মুষলধারাতেই ম্যাজিক, বড়সড় বৃষ্টির ঘাটতি কমল দক্ষিণবঙ্গে, আর ক’দিন ভিজবে বাংলা?
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2024 | 7:50 PM

কলকাতা: উত্তরবঙ্গ যখন টানা বৃষ্টি পাচ্ছিল তখন দক্ষিণবঙ্গে বৃষ্টির আশায় হাপিত্যেশ করে বসেছিল ধান চাষীরা। বাড়ছিল উদ্বেগ। কিন্তু, অগস্টের শুরু থেকেই বদলাতে থাকে ছবিটা। তুমুল বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ২ দিনের বৃষ্টিতে ১৬ শতাংশ ঘাটতি কমল দক্ষিণবঙ্গে। জুন-জুলাই মিলিয়ে বর্ষার ঘাটতি ছিল ৪০ শতাংশ। অগস্টের প্রথম দু’দিনের বৃষ্টিতে ঘাটতি কমে হল ২৪ শতাংশ। নিম্নচাপের বৃষ্টিতে ঘাটতি আরও কমতে পারে। 

এদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই স্বাভাবিক বা তার বেশি বৃষ্টি হয়েছে। তাতেই রাজ্যের বহু এলাকা নতুন জলমগ্ন হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। বৃষ্টির জেরে ফের দাম বাড়তে পারে সবজির। জল জমে থাকলে ডেঙ্গির দাপটও বাড়তে পারে। 

হাওয়া অফিস বলছে নিম্নচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় পুরোপুরি ঝাড়খণ্ডে সরে যেতে পারে। বর্তমানে এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। অভিমুখ বিহার হয়ে উত্তর প্রদেশের দিকে। ফলে রবিবার থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির দাপট। তবে শনিবারও চলবে বৃষ্টি। হাওয়া অফিস এও জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে বাংলার সাগরদ্বীপ হয়ে দক্ষিণ-পূর্ব হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পূর্ব পশ্চিম অক্ষরেখা উত্তর রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত। যেটি আবার মধ্যপ্রদেশ হয়ে উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে।