Dengue Death Kolkata: ডেঙ্গি কাড়ল তরতাজা কিশোরের প্রাণ, ৪ দিন ভুগে মৃত্যুর কোলে বেহালার অভিরূপ

Dengue Death Kolkata: পুজোর আগেই এই ১৯ বছরের ছেলেকে হারাতে হল তাঁর পরিবারকে

Dengue Death Kolkata: ডেঙ্গি কাড়ল তরতাজা কিশোরের প্রাণ, ৪ দিন ভুগে মৃত্যুর কোলে বেহালার অভিরূপ
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2021 | 4:51 PM

কলকাতা: জমা জলে ভোগান্তির মাঝেই শহরে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল মেধাবী ছাত্রের। বেহালার জেমস লং সরণির বাসিন্দা অভিরূপ সাহার বয়স ছিল মাত্র ১৯। চারদিন ডেঙ্গি জ্বরে ভোগার পর মঙ্গলবার ওই কিশোরের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকাজুড়ে। গত বছর করোনার প্রকোপে ডেঙ্গির বাড়বাড়ন্ত খুব একটা না দেখা গেলেও এই দুঃসংবাদ নতুন করে আতঙ্ক বাড়িয়েছে শহরবাসীর মনে।

শহরে একটানা বৃষ্টির জেরে জল-ভোগান্তি বাড়ছে। আর সেই সঙ্গে নতুন করে ডেঙ্গির আশঙ্কাও মাথাচারা দিচ্ছে। এরই মধ্যে তরতাজা কিশোরের প্রাণ কেড়ে নিল ডেঙ্গি। পুজোর আগেই এই ১৯ বছরের ছেলেকে হারাতে হল তাঁর পরিবারকে।

সাহা পরিবার সূত্রে খবর, পড়াশোনায় মেধাবী ছিল বি.টেকের ছাত্র অভিরূপ। গত ১০ সেপ্টেম্বর, গণেশপুজো উপলক্ষে সে বরাহনগরে মামা বাড়িতে গিয়েছিল। সেখানে পৌঁছেই দুর্গাপুজোয় আনন্দ করবে বলে পুজোর শপিং-ও সেরে ফেলেছিল এই কিশোর।

বিশ্বকর্মা পুজোর আগের দিন, অর্থাৎ গত ১৬ সেপ্টেম্বর বেহালার বাড়িত ফিরে যায় অভিরূপ। শুক্রবার সকাল থেকেই ধুম জ্বর আসে। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করলে প্রথমে ভাইরাল জ্বর বলেই তাঁরা অনুমান করেন। কিন্তু টানা বমি শুরু হয় ওই কিশোরের। অবস্থা গুরুতর হয়ে পড়ায় ১৯ তারিখ রাতে পঞ্চসায়রের একটি বেসরকারি হাসপাতালে অভিরূপকে ভর্তি করে তার পরিবারের লোকজন।

হাসপাতাল সূত্রে খবর, ভর্তি হওয়ার পর থেকেই অভিরূপের পেটে ব্যথা শুরু হয়। রক্ত পরীক্ষা করে প্লেটলেট দেখার পরই ডেঙ্গির বিষয়ে নিশ্চিত হন চিকিৎসকেরা। পেটে ব্যথা শুরু হওয়ার পরই থেকে শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। ভর্তি হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর, অর্থাৎ মঙ্গলবার সকাল ৮ টায় ওই বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় অভিরূপের।

আরও পড়ুন: Weather Update Nabanna: ২৬ থেকে প্রবল বর্ষণ! দক্ষিণে রেড অ্যালার্ট, নবান্নের ‘বিশেষ’ নজর ভবানীপুরে

গত বছর করোনারা প্রকোপের মাঝে ডেঙ্গি জ্বর খুব বেশি ছড়ায়নি। সেই সঙ্গে মনে রাখতে হবে, গত বার এত বেশি বৃষ্টিও হয়নি। ডেঙ্গি মশাবাহিত রোগ হওয়ার কারণে জমা জলে ডেঙ্গির মশা জন্ম নেয় সবথেকে বেশি। ঠিক যে কারণে ডেঙ্গি থেকে বাঁচার জন্য জল যাতে কোথাও না জমে সে দিকে নজর দিতে বলা হয়। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, তাতে গোটা দক্ষিণবঙ্গেই জল জমে একাকার পরিস্থিতি। আগামী কদিন যাবতও এই অবস্থা বজায় থাকবে বলেই জানাচ্ছে আবহওয়া দফতর। ফলে করোনা নিয়ে খানিক স্বস্তি এলেও ডেঙ্গি যে রাজ্য সরকারের পরবর্তী মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে, সেই সম্ভাবনা থেকেই যাচ্ছে।

আরও পড়ুন: TMC: ‘আমার বাড়িতে বিদ্যুৎ নেই, এলাকাতেও থাকবে না’, ট্রান্সফরমারে তালা দিলেন তৃণমূল নেত্রী!