Fraud Case: বন্ধ ঘরে মহিলার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে গিয়ে ফ্যাসাদে যুবক

Golfgreen: সেই অভিযোগের ভিত্তিতে গল্ফগ্রিন থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম কুন্তল দে এবং রতন দে।

Fraud Case: বন্ধ ঘরে মহিলার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে গিয়ে ফ্যাসাদে যুবক
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Dec 24, 2022 | 11:52 PM

কলকাতা: ডেটিং অ্যাপের (Dating App) মাধ্যমে পরিচয়। তারপর ঘনিষ্ঠতা। বন্ধ ঘরে অন্তরঙ্গ মুহূর্ত। আর সেই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি। এইভাবে ব্ল্যাকমেলিং (Blackmailing) করে মোটা টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। প্রতারণার এমন কারবার ঘটেছে খাস কলকাতায়। গল্ফগ্রিন এলাকায় বন্ধ ঘরের মধ্যে যুবককে ডেকে এনে শারীরিক সম্পর্ক স্থাপন করে মোটা টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ঘটনার পর প্রতারিত ওই ব্যক্তি পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে গল্ফগ্রিন থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম কুন্তল দে এবং রতন দে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল ১০ অক্টোবর। ওইদিন অভিযোগকারী যুবক অরবিন্দ নগরে এক মহিলার সঙ্গে দেখা করেছিলেন। সেই সময় রতন দে নামে ওই ব্যক্তিও মহিলার সঙ্গে ছিলেন। মহিলার সম্মতিক্রমে তাঁদের মধ্যে যৌন সম্পর্কও তৈরি হয়েছিল। সেইসময় ঘরের বাইরে থেকে রতন দে নামে ওই অভিযুক্ত ভিতরের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো লুকিয়ে ক্যামেরাবন্দি করেছিল। আর তারপর থেকেই ওই ব্যক্তিগত মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে মহিলা অভিযোগকারীর থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। সেই সময় ১৭ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। পরে সেই সেভ করে রাখা ভিডিয়োর হুমকি দিয়ে আরও টাকা চাইতে থাকে।

এমন অবস্থায় ওই ব্যক্তি গল্ফগ্রিন থানায় ১ নভেম্বর একটি লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত ২৩ ডিসেম্বর (শুক্রবার) কুন্তল দে এবং রতন দে নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। অভিযুক্তরা গড়িয়ার এক অ্যাপার্টমেন্টে থাকত। তবে বাগুইআটি এলাকা থেকে স্থানীয় থানার পুলিশের সহযোগিতায় তাদের গ্রেফতার করে গল্ফগ্রিন থানার পুলিশ। তদন্ত প্রক্রিয়ায় পুলিশ জানতে পেরেছে, অভিযুক্তরা এইভাবে প্রতারণার ফাঁদ পেতে অনেকের থেকেই টাকা হাতিয়ে নিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।