বড়দিনে (Christmas 2022) যাত্রী ভিড় সামাল দিতে ইতিমধ্যেই অতিরিক্ত মেট্রো (Kolkata Metro) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে আম-আদমির ছুটির বাড়া ভাতে ছাই দিয়ে বড়দিন পড়েছে রবিবার। আর সে কারণেই সরকারি কর্মীদের জন্য সোমবার ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।
এদিকে নর্থ-সাউথ করিডরে সোমবার মেট্রোর সংখ্যা কমছে। সরকারি ঘোষণায় বলা হয়েছে সোমবার ২৮৮টির বদলে ২৩৪টি মেট্রো চালানো হবে।
তবে দিনের শুরু ও দিনের শেষে মেট্রোর সময়সীমায় কোনও বদল হচ্ছে না বলে জানা যাচ্ছে। সোমবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী দিনের শুরুতে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে ৬টা ৫০ মিনিট।
সোমবার দমদম-দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রোর সময়সীমা একই থাকছে। প্রথম মেট্রো ছাড়বে ৬টা ৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়।
অন্যদিকে দিনের শেষ মেট্রোর সময়সীমাতেও কোনও বদল হচ্ছে না। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে। কবিসুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়ছে রাত ৯টা ৩০ মিনিটে।
অন্যদিকে দমদম থেকে কবি সুভাষগামী রাতের শেষ মেট্রো ছাড়বে ৯টা ৪০ মিনিটে। কবি সুভাষ থেকে দমদমগামী রাতের শেষ মেট্রো চলবে রাত ৯টা ৪০ মিনিটেই। তবে সোমবার ইস্ট-ওয়েস্ট মেট্রো সার্ভিসে কোনও বদল থাকছে না।