Arrested: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব পরিচয় দিয়ে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে হুমকি, গ্রেফতার ২
Arrested: প্রথমে ই-মেইল মারফত এবং পরে পূর্ব রেলওয়ের (Eastern Railway) অফিসে ফোন করে 'ভয়াবহ পরিণতি হবে' হুমকি দিয়ে ফোন করা হয় বলে অভিযোগ। যদিও একাজ করে রেহাই পাননি অভিযুক্তরা। ২ জনকেই গ্রেফতার করেছে পুলিশ।
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ব্যক্তিগত সচিব পরিচয় দিয়ে টেন্ডার পাসের জন্য পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ২ ব্যক্তির বিরুদ্ধে। প্রথমে ই-মেইল মারফত এবং পরে পূর্ব রেলওয়ের (Eastern Railway) অফিসে ফোন করে ‘ভয়াবহ পরিণতি হবে’ হুমকি দিয়ে ফোন করা হয় বলে অভিযোগ। যদিও একাজ করে রেহাই পাননি অভিযুক্তরা। ২ জনকেই গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ২ জনের নাম বিভাস সরকার ও বিশ্বনাথ সরকার। বিশ্বনাথ সরকারের ই-মেইল আইডি থেকে টেন্ডার পাসের জন্য পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে হুমকি-মেইল করা হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে, বিভাস সরকার নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘দ্বিতীয় ব্যক্তিগত সচিব’ পরিচয় দিয়ে নিজের মোবাইল ফোন থেকে পূর্ব রেলওয়ের অফিসে ফোন করে কর্মকর্তাদের ভয়াবহ পরিণতি হবে হুমকি দিয়ে চাঁদা দাবি করেন এবং প্রতারণার চেষ্টা করেন বলে অভিযোগ। অবিলম্বে ৫ কোটি ৮৭ লক্ষ ৮২ হাজার ২০৩ টাকার টেন্ডার পাশ করার দাবি জানান বলেও অভিযোগ।
হুমকি ই-মেইল ও হুমকি ফোনের প্রেক্ষিতে বিভাস সরকার ও বিশ্বনাথ সরকারের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলার প্রেক্ষিতেই দুজনকে গ্রেফতার করে পুলিশ। কলকাতার হরিদেবপুরের বাসিন্দা বিভাস সরকারকে শুক্রবারই গ্রেফতার করা হয় এবং পুরুলিয়ার সাঁওতালডিহির বাসিন্দা বিশ্বনাথ সরকারকে শনিবার গ্রেফতার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাঁওতালডিহির আরেক বাসিন্দা তুলসীদাস সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারির পর জেরায় বিভাস অভিযোগের সত্যতা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। বিভাসকে ১৯ জুন পর্যন্ত নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। বিভাসের মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।