BC Roy Child Death: বাড়ছে কান্নার রোল! রাজ্যে ১০ দিনে মৃত্যু ৪৪ শিশুর

BC Roy Child Death: এই শিশুটির বয়স একমাস।বাড়ি উত্তর ২৪ পরগনায়। এই খবরটি যখন লেখা হচ্ছে (দুপুর ৩টে) তখনও পর্যন্ত মোট তিনজন শিশুর মৃত্যু হয়েছে।

BC Roy Child Death: বাড়ছে কান্নার রোল! রাজ্যে ১০ দিনে মৃত্যু ৪৪ শিশুর
বি সি রায় হাসপাতালের চিত্র (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 06, 2023 | 4:24 PM

কলকাতা: রাজ্যে অব্যাহত শিশুমৃত্যু। জ্বর-শ্বাসকষ্ট নিয়ে একের পর এক শিশুর মৃত্যুর খবর এসেছে। এই নিয়ে ১০ দিনে ৪৪ শিশুর মৃত্যুর খবর সামনে এসেছে। যার জেরে বাড়ছে উদ্বেগ। সোমবার আরও একজন শিশুর মৃত্যুর খবর সামনে এসেছে। এই শিশুটির বয়স একমাস।বাড়ি উত্তর ২৪ পরগনায়। এই খবরটি যখন লেখা হচ্ছে (দুপুর ৩টে) তখনও পর্যন্ত মোট চারজন শিশুর মৃত্যু হয়েছে।

  1. বি সি রায় শিশু হাসপাতাল সূত্রে খবর, আজ সকাল ৯টা নাগাদ মৃত্যু হয় অরূপ বিশ্বাস নামে এক শিশুর। তার বয়স ১ মাস। বাড়ি গাঁইঘাটায়। গত ২৫ শে ফেব্রুয়ারি বনগাঁ থেকে তাঁকে স্থানান্তরিত করে নিয়ে আসা হয় বি সি রায় শিশু হাসপাতালে। জ্বর, সর্দি, শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ভর্তি ছিল অরূপ।
  2. সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ ফের এক শিশুর মৃত্যু হয় আরিয়ান খান নামে এক শিশুর। তার বয়স ৮ মাস। দিন কয়েক ধরেই জ্বরে ভুগছিল সে। সর্দি লেগেই জ্বর হয়েছিল। সর্দি, জ্বরের পাশাপাশি শ্বাসকষ্টের সমস্যাও ছিল ৮ মাসের আরিয়ানের। তার পরিবার আনন্দপুর এলাকার বাসিন্দা।
  3. শুধু বিসি রায় নয়, কলকাতা মেডিক্যাল কলেজ থেকে আরও এক শিশুর মৃত্যুর খবর সামনে এসেছে। পিয়ালি মালাকার নামের ৮ মাস ১৫ দিন বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। পিয়ালি হুগলি জেলার হরিপালের বাসিন্দা। জ্বর, সর্দি, শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে গত ২৫ ফেব্রুয়ারি থেকে মেডিক্যালে ভর্তি ছিল সে। হুগলির ইমামবাড়া হাসপাতাল থেকে রেফার করা হয়েছিসল তাকে। সোমবার সকালে তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
  4. সোমবার বি সি রায় হাসপাতালে পৌঁছয় কংগ্রেসের প্রতিনিধি দল। তারা হাসপাতাল কর্তৃপক্ষর সঙ্গে দেখা করেন। পরে সংবাদমাধ্যমে কংগ্রেসের তরফে পরে জানানো হয়, বি সি রায় কর্তৃপক্ষ তাদের জানিয়েছেন, জানুয়ারিতেই তারা স্বাস্থ্য ভবনকে জানিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও পদক্ষেপ করা হল না কেন? একা বি সি রায়ের পক্ষে এই চাপ নেওয়া সম্ভব নয়‌। কেন মেক শিফট হাসপাতাল তৈরি করা হচ্ছে না কোভিডের মতো প্রশ্ন তুলেছে কংগ্রেস।
  5. গতকাল ৮ জন শিশুর মৃত্যুর খবর এসেছিল বিসিরায় হাসপাতাল থেকে
  6. এদের মধ্যে এক শিশুর নাম রাজশ্রী ঘোষ। বয়স ২ মাস ১৯ দিন। রাজশ্রী উত্তর ২৪ পরগনার দেগঙ্গার গোবিন্দপুর এলাকার বাসিন্দা। গত সোমবার থেকে ভর্তি ছিলেন বি সি রায় শিশু হাসপাতালে। জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা ছিল একরত্তির। সোমবার থেকে শিশুটি পেডিয়াট্রিক ইনটেন্সিভ কেয়ারে ভর্তি ছিল সে।আজ দুপুর ১টা নাগাদ মৃত্যু হয় তার। অ্যাডিনো ভাইরাসের কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে মৃতের শংসাপত্রে উল্লেখ রয়েছে।
  7. রবিবার ভোরে প্রাণ হারিয়েছে দক্ষিণ ২৪ পরগনার মিনাখা থানার অন্তর্গত চৈতল এলাকার এক শিশু। নাম আরমান গাজী। বয়স চার মাস। সূত্রের খবর,  বিগত ৬ দিন ধরে ভর্তি ছিল হাসপাতালে। অপরদিকে,  সকাল ৬টা নাগাদ মেটিয়াবুরুজ সংলগ্ন নাদিয়াল থানা এলাকার বাসিন্দা আতিফা খাতুনের মৃত্যু হয়। গত রবিবার জ্বর-সর্দি নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে তার পরিজনরা। শুরু হয় চিকিৎসা। কিন্তু, কয়েকদিন চিকিৎসা হলেও তার শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। শিশুটির বয়স এক বছর সাত মাস বলে জানা যাচ্ছে।