Ram Puja in Kolkata: রাম মন্দির উদ্বোধনের দিন কালীঘাটে রামের পুজোয় ‘না’ পুলিশের, মামলা হাইকোর্টে

Ram Mandir Opening: এক মাস আগেই আবেদন জানানো হয়েছিল পুলিশের কাছে। তারপরও মেলেনি অনুমতি। বুধবার হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত মামলার অনুমতি দিয়েছেন। আগামী সপ্তাহে সোমবার শুনানি হবে এই মামলার। আগামী ২২ জানুয়ারি একাধিক কর্মসূচি রয়েছে রাজ্য জুড়ে।

Ram Puja in Kolkata: রাম মন্দির উদ্বোধনের দিন কালীঘাটে রামের পুজোয় 'না' পুলিশের, মামলা হাইকোর্টে
রাম পুজো নিয়ে মামলাImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 10, 2024 | 12:51 PM

কলকাতা: রাম মন্দির উদ্বোধনের দিন রাম পুজোর অনুমতি মিলছে না কলকাতার কালীঘাটে। বুধবার এই অভিযোগ তুলেই মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। আগামী ২২ জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় খুলে যাবে রাম মন্দির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে হবে সেই অনুষ্ঠানে। ওই দিন দেশ জুড়ে একাধিক জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই দিনই কালীঘাটে ৬৬ পল্লী ক্লাবের কাছেও রাম পুজোর আয়োজন করতে চায় ‘কালীঘাট বহুমুখী সেবা সমিতি’। অভিযোগ, সেই পুজোতেই বাধ সাধছে পুলিশ।

ওই সমিতির পরিকল্পনা হল, আগামী ২২ জানুয়ারি সকাল থেকে এলইডি স্ক্রিনে অযোধ্যার অনুষ্ঠান দেখানো হবে। সেই সঙ্গে রাম পুজো, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। এক মাস আগেই তারা আবেদন জানিয়েছিল পুলিশের কাছে। বুধবার হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত মামলার অনুমতি দিয়েছেন। আগামী সপ্তাহে সোমবার শুনানি হবে এই মামলার।

উল্লেখ্য, রাম মন্দির উদ্বোধনের দিন বঙ্গ বিজেপি শিবির দফায় দফায় একাধিক অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এই দিন প্রত্যেকের ঘরে ঘরে আলো জ্বালানোর কথা বলেছেন, সেটা যাতে পালন করা যায়, তা নিয়ে তৎপর বঙ্গ বিজেপি। এছাড়া বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হতে পারে।