Police Death: সার্ভিস রিভলবার থেকে কপালে গুলি, বিয়ের ক’দিন আগেই রহস্যমৃত্যু পুলিশকর্মীর
Kolkata Police: কপালে গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালের চিকিৎসক ওই পুলিশকর্মীকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম জয়ন্ত সরকার। তিনি কমব্যাট ফোর্সের জওয়ান হিসেবে কর্মরত ছিলেন। কমব্যাট ফোর্সের জওয়ান জয়ন্ত সরকারের বাড়ি নদিয়ার শান্তিপুর এলাকায়। কীভাবে এই অঘটন ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
কলকাতা: পুলিশ ট্রেনিং স্কুলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক পুলিশকর্মীর। নিজের সার্ভিস রিভলবারের গুলিতেই মৃত্যু হয় তাঁর। প্রাথমিকভাবে অনুমান, আত্মঘাতী হয়েছেন তিনি। বুধবার রাত প্রায় ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে। কপালে গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালের চিকিৎসক ওই পুলিশকর্মীকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম জয়ন্ত সরকার। তিনি কমব্যাট ফোর্সের জওয়ান হিসেবে কর্মরত ছিলেন। কমব্যাট ফোর্সের জওয়ান জয়ন্ত সরকারের বাড়ি নদিয়ার শান্তিপুর এলাকায়। কীভাবে এই অঘটন ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা যাচ্ছে, আর পাঁচটা স্বাভাবিক দিনের মতো আজও ডিউটি করছেন তিনি। বুধবার কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে তাঁর ডিউটি ছিল। সাড়ে বারোটা থেকে সাড়ে আটটা পর্যন্ত ডিউটি করেছেন। এরপর পুলিশ ট্রেনিং স্কুলে ফিরে আসেন তিনি। তখনই পিটিএস-এর আর্মারির সামনে এই ঘটনা ঘটে। সার্ভিস রিভলবার ফেরত দেওয়ার আগে তলে গুলি। সেই গুলিতেই মৃত্যু হল কমব্যাট ফোর্সের জওয়ান জয়ন্ত সরকারের।
পুলিশ সূত্রে খবর, কিছুদিন পরেই তাঁর বিয়ের কথা ছিল। সেই জন্য সম্প্রতি ছুটির জন্য আবেদন করেছিলেন। সেই ছুটি মঞ্জুরও হয়ে গিয়েছিল বলে জানা যাচ্ছে। এসবের মধ্যেই আজ রাত প্রায় ৯টা নাগাদ ডিউটি থেকে পিটিএসে ফিরেই নিজের সার্ভিস রিভলবারের গুলিতে মৃত্যু হল পুলিশকর্মীর। তবে কী কারণে এই মৃত্যু, সেই বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। তিনি কোনও মানসিক অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছিলেন কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।