ED Raid: সব দিক থেকেই শাহজাহানকে ‘ঘিরছেন’ গোয়েন্দারা? ফের ED-র তলব করল তৃণমূল নেতার ‘ঘনিষ্ঠ’ ব্যবসায়ীকে
Sekh Sahajahan: এর আগে অরূপের বিজয়গড়ের বাড়িতে তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি সূত্রে খবর, শেখ শাহজাহানের মাছ সংক্রান্ত ব্যবসা মামলায় ইডি তলব করা হয়েছে এই ব্যবসায়ীকে। এই ব্যবসায়ী শাহজাহানের থেকে চিংড়ি মাছ নিয়ে অন্যান্য কোম্পানিদের বিক্রি করত।
কলকাতা: শেখ শাহজাহান কোথায় সেই নিয়ে তো চাপানুউতর চলছে। ইতিমধ্যেই এই তৃণমূল নেতার নাম জড়িয়েছে রেশন দুর্নীতিকাণ্ডে। ইডি যদিও এখন নাগাল পায়নি তার। তবে তদন্ত থেমে নেই। ফের ইডি দফতরে ডাক পড়ল শেখ শাজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসাবে পরিচিত অরূপ সোমের। এই নিয়ে দ্বিতীয়বার ইডি দফতরে হাজিরা দিলেন তিনি। ফলত মনে করা হচ্ছে, সব আটঘাঁট আরও গোছাতে চাইছেন গোয়েন্দা আধিকারিকরা।
এর আগে অরূপের বিজয়গড়ের বাড়িতে তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি সূত্রে খবর, শেখ শাহজাহানের মাছ সংক্রান্ত ব্যবসা মামলায় ইডি তলব করা হয়েছে এই ব্যবসায়ীকে। এই ব্যবসায়ী শাহজাহানের থেকে চিংড়ি মাছ নিয়ে অন্যান্য কোম্পানিদের বিক্রি করত। এই কোম্পানির সাথেই শেখ শাহজাহানের ব্যবসায়িক যোগাযোগ ছিল। ইতিমধ্যে শুক্রবার অরূপ সোমের বাড়িতে রেড করেছে ইডি।
প্রসঙ্গত, সম্প্রতি ইডি আধিকারিকরা নতুন একটি ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করেছিলেন। অভিযোগ আসছিল, জমি দখল করে সেখানে ভেরি বানিয়ে তার আড়ালে কোটি কোটি টাকা বাইরে পাচার করা হচ্ছিল। তদন্ত শুরু হতেই বেশ কয়েকজন ব্যবসায়ীর নাম উঠে আসে। তার মধ্যে নাম ছিল বিজয়গড়ের এই ব্যবসায়ী অরূপ সোম এবং বিরাটীর ব্যবসায়ী অরুণ সেনগুপ্ত। এই দু’জনের বাড়িতে চলেছিল তল্লাশি। জিজ্ঞাসাবাদ করাও হয় তাঁদের। ইডি সূত্রে খবর, তল্লাশিতে বেশ কিছু নথি পেয়েছেন গোয়েন্দারা। শুধু তাই নয়, ইডির দাবি, এমনকী শেখ শাহজাহানের সঙ্গে আর্থিক নথিও মিলেছে উভয়ের কাছ থেকে। সেই ভিত্তিতেই বুধবার তাদের তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।