Calcutta High Court: মানিকের বিরুদ্ধে এবার মামলা ঠুকলেন তাঁরই ছাত্ররা, কী অভিযোগ

Manik Bhattacharya: জানা যাচ্ছে, যোগেশচন্দ্র চৌধুরী ল' কলেজের অধ্যক্ষ হওয়া ঘিরেই এই মামলা করা হয়েছে। এককালে ওই কলেজের অধ্যক্ষ পদের দায়িত্ব সামলেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। সেই বিষয়টি নিয়েই এবার কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে।

Calcutta High Court: মানিকের বিরুদ্ধে এবার মামলা ঠুকলেন তাঁরই ছাত্ররা, কী অভিযোগ
মানিক ভট্টাচার্যImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 04, 2023 | 7:05 PM

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ তাঁরই ছাত্ররা। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলা গ্রহণও করেছে আদালত। জানা যাচ্ছে, যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজের অধ্যক্ষ হওয়া ঘিরেই এই মামলা করা হয়েছে। এককালে ওই কলেজের অধ্যক্ষ পদের দায়িত্ব সামলেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। সেই বিষয়টি নিয়েই এবার কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে।

কী বক্তব্য মামলাকারীদের? মামলাকারী পক্ষের বক্তব্য, মানিক ভট্টাচার্য ১৯৯৮ সাল থেকে যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজের অধ্যক্ষ ছিলেন। মামলাকারীদের দাবি, সেই সময় থেকে যতদিন তিনি অধ্যক্ষ ছিলেন, ওই সময়ে পাওয়া বেতন ফেরত নেওয়া হোক। কিন্তু কেন এই দাবি করছেন মামলাকারীরা? তাঁদের অভিযোগ, ওই কলেজের অধ্যক্ষ পদে নিয়ম ভেঙে বসেছিলেন তিনি। মামলাকারীদের বক্তব্য, কোনও কলেজের অধ্যক্ষ হওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির অন্তত ১৫ বছর কোনও কলেজে অধ্যাপনার অভিজ্ঞতা থাকতে হয়। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিকবাবুর ক্ষেত্রে এমন কোনও নিয়ম মানা হয়নি বলেই অভিযোগ। তাহলে কীভাবে মানিকবাবু ওই পদে বেতন নিয়েছেন, সেই নিয়েই প্রশ্ন মামলাকারীদের।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে প্রয়োজনীয় সব দিক খতিয়ে দেখছেন ইডি ও সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। সেই সূত্র ধরেই গ্রেফতার হয়েছেন মানিকবাবু। প্রায় এক বছর হতে চলল গ্রেফতারি হয়েছে তাঁর। গত বছরের অক্টোবরেই দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্ব শেষে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল ইডি। সিজিও কমপ্লেক্সে রাতভর জিজ্ঞাসাবাদের পর সকালে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। সেই থেকে এখনও জেলবন্দি মানিক। আর এরই মধ্যে তাঁর বিরুদ্ধে নতুন মামলা হাইকোর্টে।