Abhishek Banerjee: কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টে আবেদন অভিষেকের
Abhishek Banerjee: 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দিচ্ছে তদন্তকারী সংস্থা', এই মর্মে কুন্তল ঘোষ নিম্ন আদালতে একটি চিঠি দিয়েছিলেন। সেই সংক্রান্ত মামলা বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের এজলাসে উঠলে, তিনি বলেছিলেন যাতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হয়।
কলকাতা : মামলা থেকে মুক্তি দেওয়ার আবেদন জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে যে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে, অভিষেককে জিজ্ঞাসাবাদ করার কথা বলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই বিচারপতির এজলাস থেকে মামলা সরান হলেও সেই নির্দেশে স্থগিতাদেশ দেননি বিচারপতি অমৃতা সিনহা। বরং অভিষেককে তদন্তে সহযোগিতা করার কথা বলেছিলেন তিনি। আগামিকাল, শুক্রবার সেই মামলার শুনানি রয়েছে বিচারপতি সিনহার বেঞ্চে। তার আগেই এই আবেদন করলেন অভিষেক।
‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দিচ্ছে তদন্তকারী সংস্থা’, এই মর্মে কুন্তল ঘোষ নিম্ন আদালতে একটি চিঠি দিয়েছিলেন। সেই সংক্রান্ত মামলা বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের এজলাসে উঠলে, তিনি বলেছিলেন যাতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হয়। হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, জেলবন্দি কুন্তল ঘোষের চিঠি ও অভিষেকের বক্তব্যের মিল রয়েছে। সে কারণেই জিজ্ঞাসাবাদের কথা বলা হয়েছিল।
সেই মামলাতেই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। পরে সেই মামলা ফেরানো হয় হাইকোর্টে। তবে বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে মামলা সরানো হয়। আগের শুনানিতে অভিষেকের আইনজীবী বলেছিলেন, ‘এই মামলায় কেউ পার্টি করেনি। শুধু বক্তব্য রাখা হয়েছে। এতে কেন জিজ্ঞাসাবাদ হবে? অন্তত কেন আশঙ্কা শোনা হোক।’ বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, ‘আপনি নিজে আসেননি কেন?’ তিনি জানতে চান, পার্টি হওয়ার অপেক্ষা কেন করছিলেন অভিষেক। তবে কি কোনও আশঙ্কা আছে? এরপরই আলাদা করে আবেদন করা হল। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ ছিল, তদন্তকারী সংস্থা কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে, এতে কোনও অসুবিধা থাকার কথা নয়।