Abhishek Banerjee: ‘বুকে দম থাকলে গ্রেফতার করুন’, ইডিকে চ্যালেঞ্জ অভিষেকের

Abhishek Challenges ED: অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় উভয়কেই ইতিমধ্যে বেশ কয়েকবার তলব করেছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কতবার ডাকা হয়েছে অভিষেক ও রুজিরাকে, সেই হিসেব নিকেশও এদিন দেন তিনি। তৃণমূল সাংসদের বক্তব্য, তিনি কখনও তদন্তকে এড়িয়ে যাননি।

Abhishek Banerjee: 'বুকে দম থাকলে গ্রেফতার করুন', ইডিকে চ্যালেঞ্জ অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 13, 2023 | 11:59 PM

কলকাতা: ইডির প্রশ্নবাণ সামলে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আরও আগ্রাসী মেজাজে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসের বাইরে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক। হুঙ্কার দিয়ে রাখলেন, প্রমাণ থাকলে গ্রেফতার করুক তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, সম্প্রতি ইডির চার্জশিটে সুজয়কৃষ্ণ ভদ্রের সঙ্গে অভিষেকের সম্পর্কের কথা বলা হয়েছে। সেই নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতেই তৃণমূল সাংসদ জবাব, ‘তাহলে ইডিকে বলুন আমাকে গ্রেফতার করতে। ইডি ছাড়ছে কেন?’

ইডিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক। বললেন, ‘আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, ক্ষমতা থাকলে, বুকে দম থাকলে আমাকে গ্রেফতার করুন।’ অভিষেকের বক্তব্য, তাঁকে গ্রেফতার করা হলে বয়ান আদালতে জমা দিতে হবে এবং তাহলেই সব স্পষ্ট হবে তিনি কোন তদন্তে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাকে কী বলেছেন।

এরপরই ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বললেন, ‘আমার বিরুদ্ধে যদি প্রমাণ থাকে, তাহলে ইডি আদালতে জমা দিচ্ছে না কেন? আদালত তো চাইছে। তদন্তকারী সংস্থার কাছে কী ট্রেল রয়েছে, তা আদালতে জমা দিতে বলা হচ্ছে। কে বারণ করছে ইডিকে? আমি ইডি দফতরের বাইরে দাঁড়িয়ে ইডি অফিসারদের চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমার বিরুদ্ধে কিছু থাকলে আদালতে জমা দিন। কেউ বারণ করছে না।’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য, যদি তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ যদি আদালতে জমা দেয়, তাহলে আদালত তাঁকে রক্ষাকবচ দেবে না।

তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে কিছু থাকলে আদালতে জমা দিন, আমাকে গ্রেফতার করুন।’ অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় উভয়কেই ইতিমধ্যে বেশ কয়েকবার তলব করেছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কতবার ডাকা হয়েছে অভিষেক ও রুজিরাকে, সেই হিসেব নিকেশও এদিন দেন তিনি। তৃণমূল সাংসদের বক্তব্য, তিনি কখনও তদন্তকে এড়িয়ে যাননি। এদিনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করেছেন বলেই জানালেন তিনি। বললেন, ‘আমাকে টানা ৪৮ ঘণ্টা বা ৭২ ঘণ্টা বা ৯৬ ঘণ্টা জেরা করলেও আমার এতটুকু কিছু যায় আসে না।’