Abhishek Banerjee: কোচবিহার থেকে চিঠি সংগ্রহ করবেন অভিষেক, পঞ্চায়েতের আগে ম্যারাথন জেলা সফর

Abhishek Banerjee: ১৬ এপ্রিল থেকেই চিঠি পাঠানোর কর্মসূচি শুরু করেছে তৃণমূল। অভিষেক জানিয়েছেন, ১ কোটি চিঠি তৈরি রাখতে হবে। সেই চিঠি নিয়ে দিল্লি যাবেন তিনি।

Abhishek Banerjee: কোচবিহার থেকে চিঠি সংগ্রহ করবেন অভিষেক, পঞ্চায়েতের আগে ম্যারাথন জেলা সফর
অভিষেক বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 19, 2023 | 4:17 PM

কলকাতা : এবার পঞ্চায়েত নির্বাচনের শাসক দল তৃণমূলের বড় হাতিয়ার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ। বাংলা থেকে চিঠি নিয়ে দিল্লি যাবেন বলে আগেই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এপ্রিলেই শুরু হচ্ছে সেই চিঠি সংগ্রহের কাজ। উত্তরবঙ্গ থেকেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক চিঠি সংগ্রহ করবেন বলে জানা গিয়েছে। পঞ্চায়েতের লক্ষ্যে ম্যারাথন জেলা সফর শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। উত্তর থেকেই শুরু করছেন সেই সফর। একের পর এক জেলায় সভা করবেন বলে সূত্রের খবর। আপাতত কোচবিহার থেকেই পঞ্চায়েত স্তরের অভিযান শুরু করছেন অভিষেক। আগামী ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত কোচবিহারে থাকবেন অভিষেক। সেখানেই ক্যাম্প করে চিঠি সংগ্রহ করা হবে। 

তৃণমূল শিবির সূত্রে জানা গিয়েছে, ২৪ এপ্রিল হেলিকপ্টারে চেপে কোচবিহারে পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমেই পুজো দেবেন মদন মোহন মন্দিরে। এরপর দিনহাটায় যাবেন অভিষেক। দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ সহ কোচবিহার জেলার ১৮৬ টি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি, বুথ সভাপতি যুব, মহিলাদের সঙ্গে সাক্ষাৎ করবেন অভিষেক।

জানা গিয়েছে, একটি মাঠে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের জন্য নির্দিষ্ট ক্যাম্প করা হবে। সেখানে অভিষেক ১০০ দিনের কাজ সহ নানা বিষয়ে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে লেখা চিঠি সংগ্রহ করবেন। সূত্রের দাবি পঞ্চায়েতের প্রার্থী তালিকা নিয়েও প্রাথমিকভাবে আলোচনা করবেন অভিষেক।

১৬ এপ্রিল থেকেই চিঠি পাঠানোর কর্মসূচি শুরু করেছে তৃণমূল। অভিষেক জানিয়েছেন, ১ কোটি চিঠি তৈরি রাখতে হবে। সেই চিঠি নিয়ে দিল্লি যাবেন তিনি। প্রয়োজনে দিল্লিতে ধরনা দেবেন বলেও জানিয়েছেন অভিষেক। সম্প্রতি কলকাতাতেও একই ইস্যুতে ধরনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ১০০ দিনের টাকা আটকে রাখা হয়েছে, বিভিন্ন খাতে রাজ্যকে টাকা দেওয়া হচ্ছে না, এই অভিযোগ তুলে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের দ্বারস্থও হয়েছিল তৃণমূল নেতৃত্ব।