Primary Recruitment: নাম ছিল না প্যানেলে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ৯ বছর পর চাকরি পাচ্ছেন অম্বিকা

Calcutta High Court: নিয়োগ সংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছে রাজ্যে। নম্বর বেশি থাকা সত্ত্বেও নিয়োগ পাননি বলে অভিযোগ করেছিলেন এক প্রার্থী। সেই মামলার শুনানি ছিল বুধবার।

Primary Recruitment: নাম ছিল না প্যানেলে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ৯ বছর পর চাকরি পাচ্ছেন অম্বিকা
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 19, 2023 | 1:20 PM

কলকাতা: নিয়োগ সংক্রান্ত অভিযোগে একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে। এবার ফের হাইকোর্টের হস্তক্ষেপে চাকরি পেতে চলেছেন এক  প্রার্থী। প্রাথমিক নিয়োগের পরীক্ষা দেওয়ার পর চাকরির অপেক্ষায় কেটে গিয়েছে ৯ বছর। অবশেষে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি পেতে চলেছেন চাকরি প্রার্থী অম্বিকা দাশ গঙ্গোপাধ্যায়। ২০০৯ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই বিজ্ঞপ্তি অনুসারে ২০১২ সালে পরীক্ষা নেওয়া হয় ও ইন্টারভিউ হয় ২০১৪ সালে। ২০২১ সালে প্যানেল প্রকাশিত হয়। প্যানেলে নাম না থাকায় আরটিআই করেছিলেন এই চাকরি প্রার্থী অম্বিকা দাস গঙ্গোপাধ্যায়। পরে তিনি জানতে পারেন প্যানেলের শেষে যে পরীক্ষার্থীর নাম রয়েছে, তাঁর প্রাপ্ত নম্বরের দ্বিগুন নম্বর পেয়েছিলেন অম্বিকা।

এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাসে সেই মামলা উঠলে হাইকোর্ট অম্বিকাকে যোগ্য বলে উল্লেখ করেন। উত্তর ২৪ পরগনার ডিপিএসসি-কে বিচারপতি নির্দেশ দিয়েছেন যাতে ওই প্রার্থীকে অবিলম্বে চাকরি দেওয়া হয়। এত বছর শুধুমাত্র আত্মবিশ্বাস নিয়ে অপেক্ষা করছিলেন বলে জানিয়েছেন অম্বিকা। আদালতের এই নির্দেশ স্বাভাবিকভাবেই স্বস্তি দিয়েছে তাঁকে। ২০২২ সালে ওই মামলা করেছিলেন তিনি।

এর আগে ববিতা সরকারের ক্ষেত্রেও দেখা গিয়েছিল একই রকম ঘটনা। অঙ্কিতা অধিকারীর থেকে বেশি নম্বর পাওয়া সত্ত্বেও চাকরি না পাওয়ায়  মামলা করেছিলেন ববিতা সরকার। আইনি লড়াইয়ের পর শিক্ষিকা পদে চাকরি পান তিনি। আদালতের নির্দেশে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করে সেই পদে চাকরি দেওয়া হয় ববিতাকে। এবার প্রাথমিকেও হাইকোর্টের নির্দেশে চাকরি পেতে চলেছেন অম্বিকা।