Abhishek Banerjee: জন্মদিনের পরের দিন কালীঘাট মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee: সোমবার ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। ৩৬-এ পা দিলেন তিনি।

কলকাতা: প্রতি বছরই জন্মদিনের দিন কালীঘাট মন্দিরে পুজো দিতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে চলতি বছরে এ রীতির ব্যাতিক্রম ঘটে। জন্মদিনের দিন না গিয়ে, তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার গেলেন কালীঘাট মন্দিরে। পুজো দিলেন সেখানে।

কালীঘাট মন্দিরে অভিষেক(নিজস্ব চিত্র)
সোমবার ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। ৩৬-এ পা দিলেন তিনি। সেই উপলক্ষ্যেই মঙ্গলবার মন্দিরে পুজো দেন অভিষেক। সন্ধেবেলা ভবানীপুরে নিজের বাসভবন থেকে বেরিয়ে একাই পৌঁছে যান মন্দিরের উদ্দেশে। প্রায় আধঘণ্টা সেখানে ছিলেন। এরপর বেরিয়ে চলে আসেন।

মঙ্গলবার পুজো দিতে যান(নিজস্ব চিত্র)
এ দিকে, অভিষেকের জন্মদিনের জন্য তাঁকে ঘিরে তৃণমূল কর্মী-সমর্থক এবং অনুরাগীদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে। তাবড় মন্ত্রী থেকে শুরু করে তৃণমূল সমর্থক ও কর্মীরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। অভিষেককে ঘিরে কালীঘাটের মন্দিরে ভিড় জমান তাঁর অনুগামীরা। তাঁদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা দেওয়া-নেওয়া করেন অভিষেক।