Abhishek Banerjee: ধরনা মঞ্চ নয়, মমতার বাড়িতে গেলেন অভিষেক, বাড়ল আরও জল্পনা
Abhishek Banerjee: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ ও বকেয়ার দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে বসে প্রতিবাদ জানাচ্ছিলেন। যদিও ধরনা মঞ্চ থেকে সোমবার উঠে যান মমতা। এ ক'টা দিন সেই মঞ্চে অন্যান্য বিধায়ক–সাংসদরা হাজির হলেও দেখা মেলেনি ডায়মন্ডহারবারের সাংসদের দেখা মেলেনি।
কলকাতা: দিল্লি থেকে ফিরে এসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফিরেই মঙ্গলবার সাতসকালে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এদিনই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে তাঁকে দেখতে পাওয়া যেতে পারে, রাজনৈতিক মহলে তেমনই জল্পনা ছড়িয়েছে।
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ ও বকেয়ার দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে বসে প্রতিবাদ জানাচ্ছিলেন। যদিও ধরনা মঞ্চ থেকে সোমবার উঠে যান মমতা। এ ক’টা দিন সেই মঞ্চে অন্যান্য বিধায়ক–সাংসদরা হাজির হলেও দেখা মেলেনি ডায়মন্ডহারবারের সাংসদের দেখা মেলেনি। তা নিয়েও বিস্তর জলঘোলা হয়। এক প্রবীণ সাংসদ সৌগত রায় প্রকাশ্যেই দাবি করলেন, শারীরিক অসুস্থতার জেরেই অনুপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে জানা যায়, দিল্লিতে গিয়েছিলেন অভিষেক।
প্রশ্ন ওঠে, লোকসভা নির্বাচনের আগে নেত্রীর ধরনা মঞ্চে অভিষেক নেই, তিনি অসুস্থ, সেকথা তো আর মমতা বন্দ্যোপাধ্যায় জানাননি? পরে দলের তরফে জানানো হয়, সংসদে অধিবেশনের কাজে যোগ দিতে দিল্লিতে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই কলকাতার রেড রোডে এসে ধরনায় যোগ দিতে পারেননি তিনি। দলের ভিন্ন সূত্র থেকে দাবি করা হয়, শারীরিক চিকিৎসার জন্যই তিনি দিল্লিতে গিয়েছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরনা মঞ্চে কেন নেই, তিনি কোথায়? তা নিয়ে বিস্তর জলঘোলা তৈরি হয়। জল্পনার অবসান ঘটিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরে এলেন। মঙ্গলবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও যেতে দেখা গেল তাঁকে। মমতা বন্দ্যোপাধ্যায় এখনও ধরনা মঞ্চ থেকে উঠে গিয়েছেন, কিন্তু রেড রোডে প্রতিবাদ ধরনা চলছেই। সেই মঞ্চে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে কিনা, সেটাই দেখার।