NEET বিতর্কে এবার রাস্তায় নামল ABVP, কলেজ স্ট্রিটের রাস্তায় জ্বলল কুশপুতুল
NEET: ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের দাবি তোলা হয় এবিভিপির তরফে। একদিকে যখন বিরোধী রাজনৈতিক দলগুলি নাগাড়ে আক্রমণ শানিয়ে যাচ্ছে পরীক্ষা বিতর্ক নিয়ে, তখন গেরুয়াপন্থী ছাত্র সংগঠন এবিভিপির এই বিক্ষোভ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কলকাতা: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে বেনিয়মের অভিযোগ ঘিরে এবার রাস্তায় নাম এবিভিপি। শনিবার দুপুরে অখিল ভারত বিদ্যার্থী পরিষদের তরফে কলকাতার রাজপথে বিক্ষোভ দেখানো হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের দাবি তোলা হয় এবিভিপির তরফে। একদিকে যখন বিরোধী রাজনৈতিক দলগুলি নাগাড়ে আক্রমণ শানিয়ে যাচ্ছে পরীক্ষা বিতর্ক নিয়ে, তখন গেরুয়াপন্থী ছাত্র সংগঠন এবিভিপির এই বিক্ষোভ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কাঁধে সংগঠনের গেরুয়া ঝান্ডা, হাতে প্ল্যাকার্ড-পোস্টার নিয়ে প্রতিবাদে সামিল সংঘের ছাত্র সংগঠন। কোনওটায় লেখা, ‘শিক্ষা মাফিয়া নিপাত যাক’। তো কোথাও আবার লেখা, ‘দুর্নীতির বিরুদ্ধে এবিভিপি’। এমন বিভিন্ন ধরনের পোস্টার-প্ল্যাকার্ড হাতে কলকাতায় কলেজ স্ট্রিট চত্বরে বিক্ষোভ দেখালেন এবিভিপির সদস্যরা। কুশপুতুল জ্বালিয়ে চলে বিক্ষোভ।
এবিভিপির তরফে কলকাতা মহানগর এলাকার সম্পাদক দেবাঞ্জন পালের বক্তব্য, ‘ছাত্র সংগঠন হিসেবে সবার আগে আমাদের কর্তব্য ছাত্রদের ভবিষ্যৎ। ছাত্রদের কথা মাথায় রেখেই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। কেন্দ্রে কারা সরকারে আছে, সেটা কোনও বড় বিষয় নয়। আমারা যে শিক্ষা মাফিয়ার কথা বলছি, সেটা একটা সিস্টেম… দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদে নামা ছাত্র সমাজের অংশ হিসেবে এবিভিপির কর্তব্য। সেই কারণে বিভিন্ন শহরে আমরা এই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছি।’
তাঁর বক্তব্য, ‘কেন্দ্রীয় সরকার এনটিএ তৈরি করলেও এটি একটি স্বশাসিত সংস্থা। ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাথায় যাঁরা বসে আছেন, তাঁদের অবিলম্বে দায়িত্ব থেকে সরাতে হবে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবে, তাদের উপযুক্ত শাস্তি হোক। বর্তমানে আমরা ইউজিসি ও এনটিএ চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছি। কিন্তু পরে তদন্ত প্রক্রিয়ায় উঠে আসে শিক্ষামন্ত্রক ব্যর্থ, তাহলে আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীরও পদত্যাগ দাবি করব।’