ব্রিটেন ফেরত কোভিড আক্রান্ত অভিনেত্রীর আবদার, ‘হাসপাতালে ভর্তি হব না, ফাইভ স্টারে যাব’
ব্রিটেন ফেরত ওই অভিনেত্রী দুবাই হয়ে কলকাতা ফিরেছিলেন। এরপর থেকেই ছিলেন শহরের একটি পাঁচতারা হোটেলে। স্বাস্থ্য দফতরের কাছে এই তথ্য পৌঁছতেই তাঁরা অভিনেত্রীকে খুঁজে বের করে নমুনা পরীক্ষা করান। সোমবার রিপোর্ট আসে পজিটিভ।
সৌরভ দত্ত: শহরে করোনার (Coronavirus) নতুন স্ট্রেনের সন্ধান পাওয়ার পর থেকেই ব্রিটেন ফেরত যাত্রীদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে স্বাস্থ্য দফতর। কলকাতা বিমান বন্দরে রাজ্য সরকার নিজস্ব ব্যবস্থা তৈরি করে নজরদারী ও পরীক্ষা চালাচ্ছে। এরই মধ্যে সোমবার ব্রিটেন ফেরত এক ব্রিটিশ নাগরিক তথা করোনা আক্রান্ত বলিউড অভিনেত্রীকে নিয়ে নাটকীয় টানাপড়েন শুরু হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। যদিও ওই ব্রিটিশ ফেরত তরুণী যে অভিনেত্রী তা প্রথমে খোলসা হয়নি।
রবিবার স্বাস্থ্য দফতরে খবর আসে, ব্রিটেন ফেরত এক তরুণী দুবাই হয়ে কলকাতা ফিরেছেন। তাঁর খোঁজ মেলে শহরের একটি পাঁচতারা হোটেলে। সেখান থেকে স্বাস্থ্য দফতরের কর্তারা তাঁকে রাজারহাটের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে পাঠান। সেখানে অভিনেত্রীর নমুনা সংগ্রহ করে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হলে সোমবার রিপোর্ট আসে পজিটিভ। তারপর থেকেই রীতিমতো হুলুস্থুল পড়ে যায় তাঁকে নিয়ে।
ব্রিটেন ফেরত তরুণী কোভিড পজিটিভ ধরা পড়ার পর তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠিয়ে দেয় স্বাস্থ্য দফতর। সেখানে পৌঁছনোর পরই গোটা ঘটনার সূত্রপাত। বেলেঘাটা আইডি হাসপাতালে মহিলাদের জন্য একটি ওয়ার্ড রয়েছে। সেই ওয়ার্ডে অন্য রোগীদের সঙ্গে থাকতে হবে জেনে বেঁকে বসেন অভিনেত্রী। তিনি বলতে শুরু করেন, ‘আমি এখানে ভর্তি হব না।’ পরিবর্তে শহরের সেই পাঁচতারা হোটেলে থাকার আবদার জুড়ে দেন। সেই সময় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পইপই করে মহিলাকে বোঝানো হয় যে এটা কখনই সম্ভব না। কারণ তাঁর থেকে এই ভাইরাস আরও অনেকের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। ব্রিটেনের নতুন স্ট্রেন শরীরে রয়েছে কিনা সেটা পরীক্ষা করাও অত্যন্ত জরুরি।
কিন্তু কে শোনে কার কথা! ডাক্তার-নার্সদের কোনও কথাই শুনতে রাজি ছিলেন না তিনি। হাল ছাড়েননি কর্তৃপক্ষও। প্রায় দেড় ঘণ্টা এই নিয়ে চলে টানাপড়েন। নাটকীয় পরিস্থিতি তৈরি হয় বেলেঘাটা আইডি চত্বরে। স্বাস্থ্য ভবনের যুক্তি ছিল, যেহেতু ব্রিটেন ফেরত সকল কোভিড পজিটিভ রোগীদের বেলেঘাটার হাসপাতালে রাখা হয়েছে, তাই সংক্রমণ যাতে না ছড়ায় তা নিশ্চিত করতে তাঁকেও সেখানেই রাখা হবে। কেননা তাঁর শরীরেও করোনার নতুন স্ট্রেনের অস্তিত্ব রয়েছে কিনা, তা জানা আবশ্যক। কোনও অনুনয়-বিনয়ে কাজ হচ্ছে না দেখে তরুণী জানান, তিনি বলিউডের অভিনেত্রী। অভিনেত্রী নাছোড়বান্দা দেখে স্বাস্থ্য দফতরের তরফে ব্রিটিশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। ব্রিটিশ দূতাবাসও সহজে অভিনেত্রীকে রাজি করাতে পারেননি। সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষও জানিয়ে দেন, সেখানে আইসোলেশনে থাকতে দেওয়া হবে না। দীর্ঘ টানাপড়েন শেষে তিনি মেডিকা হাসপাতালে ভর্তি হতে রাজি হন।
বেলেঘাটা আইডি হাসপাতালের সুপার তথা উপাধ্যক্ষ আশিস মান্না জানান, প্রোটোকল মেনে ব্রিটিশ নাগরিক তথা বলিউড অভিনেত্রীকে আইডি’তে পাঠানো হয়েছিল। কিন্তু উনি এখানে ভর্তি হতে চাননি। তিনি বলেন,“ব্রিটিশ দূতাবাস এবং স্বাস্থ্য ভবনের সক্রিয় সহযোগিতায় দীর্ঘক্ষণ বোঝানোর পরে অভিনেত্রী শান্ত হন। শেষ পর্যন্ত তাঁরই পছন্দমতো ই এম বাইপাস সংলগ্ন একটি সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়।”
প্রসঙ্গত, গতকাল তাঁর নমুনা পরীক্ষা হচ্ছে সেই খবর পেয়ে চিত্তরঞ্জন হাসপাতালের এক কর্তার সঙ্গে যোগাযোগ করেন টলিউডের এক পরিচালক। যিনি আবার রাজ্যের শাসকমহলে ঘনিষ্ঠ হিসাবে পরিচিত এবং বলিউডের প্রযোজনা সংস্থার সঙ্গেও যোগাযোগ রয়েছে। আক্রান্ত অভিনেত্রী বছর তিনেক আগে বলিউডের প্রথম সারির এক অভিনেতার সঙ্গে একটি ছবিতে অভিনয় করেন। ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন বলিউডের এক নামকরা বাঙালি পরিচালক।
আরও পড়ুন: ব্রিটেন ফেরত একই পরিবারের তিনজন এবার কোভিড পজিটিভ
শহরে করোনায় দ্বিতীয় স্ট্রেনের সন্ধান মেলার পর এই প্রথম ব্রিটেন ফেরত কোনও আক্রান্তকে বেলেঘাটা আইডি বাদে অন্য কোনও হাসপাতালে ভর্তি করা হল। তবে যেরকম সহযোগিতা কাম্য, তা কখনই পাওয়া যায়নি ওই অভিনেত্রীর থেকে। অভিনেত্রী বা আম জনতা যেই হন না কেন, তাঁরা যদি সহযোগিতা করেন তবে চিকিৎসকদের কাজটাও সহজ হয়ে যায়। এ ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ না পেয়ে কিছুটা হতাশ স্বাস্থ্য দফতরের কর্তারাও। সূত্রের খবর, তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জিনোমিক্সে পাঠানো হবে মেডিকার পক্ষ থেকে।