Adhir-Modi: কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী, তার আগে চিঠি লিখলেন অধীর
Adhir-Modi: পরিসংখ্যান তুলে ধরে অধীর জানান, শুধু জমি নয় ভেসে গিয়েছে ৫০ টি বাড়ি, দুটি মন্দির।
কলকাতা : আগামী ৩০ ডিসেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তার দু দিন আগেই প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী (Adhir Chowdhury)। রাজ্যের ভাঙনের পরিস্থিতি নিয়েই মূলত এই চিঠি দিয়েছেন তিনি। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষ ভাঙনের সমস্যায় কার্যত সব খুইয়েছেন। একের পর এক চাষের জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বলে উল্লেখ করে অধীর দাবি করেছেন, প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকার যাতে বিষয়টার ওপর নজর দেয়। কলকাতায় এসে যে গঙ্গা কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন মোদী, সেখানে যাতে এই বিষয়টা নিয়ে কথা হয়, তেমনটাই দাবি করেছেন অধীর।
ভাঙনের সমস্যা এ রাজ্যে নতুন নয়। বিশেষত বর্ষা হলে সেই সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। এই ইস্যুতে রাজ্য ও কেন্দ্রকে একে অপরের দিকে দায় ঠেলতেও দেখা যায়। এবার সেই সমস্যার কথাই চিঠিতে লিখলেন অধীর। মূলত মুর্শিদাবাদ, মালদহ ও নদিয়া জেলার কথা লিখেছেন তিনি।
অধীর জানিয়েছেন এই সমস্যা একদিনের নয়, গত দু দশকেরও বেশি সময় ধরে একটু একটু করে তলিয়ে যাচ্ছে জমি। তাঁর দাবি, গত কয়েক বছরে তলিয়ে গিয়েছে ২৮০০ হেক্টর চাষযোগ্য জমি, যার মূল্য হতে পারে প্রায় ১০০০ কোটি টাকা।
পরিসংখ্যান তুলে ধরে অধীর জানান, শুধু জমি নয় ভেসে গিয়েছে ৫০ টি বাড়ি, দুটি মন্দির। হাজার হাজার মানুষকে বাড়ি ছাড়তে হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। ২০২২-এর ফেব্রুয়ারিতেই ওই তিন জেলা মিলিয়ে ৪০০ বর্গ কিলোমিটার জমি ভেসে গিয়েছে বলে উল্লেখ করেছেন অধীর। তাই এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে আলোচনা করা প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর বলেন, ‘গঙ্গা ভাঙনের বিষয়ে বলেছি। ভাঙনে একটার পর একটা জেলা তলিয়ে যাচ্ছে। প্রয়োজন দীর্ঘস্থায়ী পরিকল্পনা চাই। শাসকদলকে বলব মোদীকে ম্যানেজ করার আগে সমস্যাগুলো তুলে ধরবেন।’