Air India Flight: জ্বালানি ট্যাঙ্কে ফুটো, উড়ান শুরু আগে বিপদ ঘণ্টা বাজল কলকাতা- দিল্লিগামী বিমানে
Air India Flight: উড়ান শুরুর আগেই দেখা যায় বিমানের জ্বালানি ট্যাঙ্কে ফুটো। পড়ছে তেল। তড়িঘড়ি যাত্রীদের অন্য বিমানে পাঠানো হয় দিল্লি।
কলকাতা: বিগত কয়েক বছরে গোটা দেশেই বিমান দুর্ঘটনার (Plane Crash) মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। একাধিক রাজ্যে ভেঙে পড়েছে যাত্রীবাহী বিমান। যদিও সাম্প্রতিক অতীতে বিশেষ বড়সড় বিমান দুর্ঘটনা প্রত্যক্ষ করেনি বাংলা। এরইমধ্যে এবার বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কলকাতা থেকে দিল্লিগামী বিমান (flight from Kolkata to Delhi)। প্রাণে বাঁচল এয়ার ইন্ডিয়ার বিমান বোয়িং ৭৬৩-র যাত্রীরা।
কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) সূত্র মারফত খবর, এদিন কলকাতা থেকে দিল্লিগামী এই বিমানটি সকাল ৬টা ৫০ মিনিটে দিল্লির উদ্দেশ্যে পাড়ি জমানোর সময়ে মেলে বিপদ সঙ্কেত। উড়ান শুরু করার জন্য রানওয়েতে প্রস্তুতি নেওয়ার সময়ে বিমানটির জ্বালানি ট্যাঙ্ক থেকে তেল পড়তে শুরু করে। ককপিটে বেজে ওঠে বিপদ ঘণ্টা। তৎক্ষণাৎ এটিসি-র সঙ্গে যোগাযোগ করেন পাইলট। এদিকে সেই সময় বিমানে বসে ১৩১ জন যাত্রী। এদিকে জ্বালানি ট্যাঙ্কের ফুটো দিয়ে যে ভাবে তেল পড়ছিল তাতে উড়ান শুরুর পর বড় সঙ্কটে পড়তে পারত বিমানটি। এমনকী মাঝপথে বন্ধ হয়ে যেতে পারত ইঞ্জিন। এদিকে পাইলট মারফত খবর পেয়েই তড়িঘড়ি বিমান থেকে যাত্রীদের নামানোর ব্যবস্থা করে এটিসি।
যাত্রীদের নামামোর পরেই যান্ত্রিক ক্রুটি মেরামতের কাজ শুরু হয়। যদিও দীর্ঘ চেষ্টার পরেও পুরোপুরি ভাবে মেরামতের কাজ শেষ করা সম্ভব হয়নি। অবশেষে এয়ার ইন্ডিয়ার বিমান AI 402 করে ১৩১ জন যাত্রীকে দিল্লির উদ্দেশ্যে পাঠানো হয়। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব এই যান্ত্রিক ত্রুটি বলে মত ওয়াকিবহাল মহলের। ইতিমধ্যেই সমস্ত ঘটনা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় স্বভাবতই যাত্রীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিমানবন্দর চত্ত্বরেই।