Dilip Ghosh: কোর্টের নির্দেশে চাকরিও নেই, টাকা ফেরতের আশাও নেই, এর দায় কে নেবে? প্রশ্ন দিলীপের
Dilip Ghosh: এসএসসি দুর্নীতি মামলায় একদিকে যখন মুখ পুড়ছে রাজ্য সরকারের, তখন অন্যদিকে কল্যাণী এইমসে বিজেপি সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে বেআইনিভাবে প্রভাব খাটিয়ে আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে।
কলকাতা: এসএসসি (SSC) থেকে টেট, একের পর এক নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় দুর্নীতির অভিযোগে চাপ বেড়েছে রাজ্য সরকারের উপর। উল্টে গোদের উপর বিষ ফোঁড়ার মতো একের পর এক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের (CBI Investigation) নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তাতে আরও অস্বস্তি বেড়েছে তৃণমূল (Trinamool Congress) নেতা-মন্ত্রীদের। ইতিমধ্যেই আবার এসএসসি-র মাধ্যমে ফের বড় নিয়োগের ঘোষণা করেছে রাজ্য সরকার। গ্রুপ সি, ও গ্রুপ ডি পদে চলবে নিয়োগ প্রক্রিয়া। এদিকে এরমধ্যেই এবার চাকরিতে নিয়োগ দুর্নীতি নিয়ে ফের রাজ্য সরকারকে চাঁচাছোলা ভাষায় বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
এদিন দিলীপ ঘোষের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়। তাতেই রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে লেখা হয়, ”প্রতিবার চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে আর বাংলার ছেলেমেয়েরা এক বুক আশা নিয়ে পরীক্ষায় বসেছে। কিন্তু, প্রতিবার ভিতর থেকে নিয়োগ হয়েছে, লক্ষ লক্ষ টাকা নিয়ে”। এই পোস্টেই আরও লেখা হয়, সাধারণ মানুষ তৃণমূল নেতাদের কথায় প্রভাবিত হয়ে নিজেদের জমি, ”বাড়ি বিক্রি করে চাকরি পাওয়ার জন্য টাকা তুলে দিয়েছে তৃণমূল নেতাদের হাতে। সেই টাকায় ফুলেফেঁপে উঠেছে নেতারা। আজ কোর্টের নির্দেশে চাকরিও নেই, টাকা ফেরত পাওয়ার আশাও নেই। এর দায় কে নেবে?” দিলীপ ঘোষের এই পোস্টেই সরগরম রাজ্য-রাজনীতি।
প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি মামলায় একদিকে যখন মুখ পুড়ছে রাজ্য সরকারের, তখন অন্যদিকে কল্যাণী এইমসে বিজেপি সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে বেআইনিভাবে প্রভাব খাটিয়ে আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। তা নিয়েও চলছে জোর চর্চা। ইতিমধ্যে বিজেপির ৮ সাংসদ, বিধায়কের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের হয়েছে। অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার, সাংসদ জগন্নাথ সরকার, বিধায়ক নিলাদ্রিশেখর দানা, বঙ্কিম ঘোষ সহ মোট ৮ জনের। তাতেও চাপ বেড়েছে পদ্ম শিবিরের উপর।
1,1 Every time a recruitment notification is issued and the youth of Paschim Banga gets new hope. But then their dreams come to a crashing end with recruitment happening taking lakhs of money. pic.twitter.com/uqhjRhDI5A
— Dilip Ghosh (@DilipGhoshBJP) June 4, 2022