Akhil Giri Suprakash Giri: ‘ওঁ আমার বাবা হতে পারেন কিন্তু…’, মন্ত্রী অখিলের আচরণ কেমন? এবার মুখ খুললেন খোদ তাঁর ছেলেই

Akhil Giri Suprakash Giri: প্রসঙ্গত, শনিবার তাজপুরে 'অবৈধ দখলদার' উচ্ছেদ করতে গিয়ে হুলুস্থুলকাণ্ড ঘটে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান রামনগরের বিধায়ক অখিল গিরি। তিনি গিয়ে বন দফতরের আধিকারিকদের সঙ্গে বাগ বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

Akhil Giri Suprakash Giri: 'ওঁ আমার বাবা হতে পারেন কিন্তু...', মন্ত্রী অখিলের আচরণ কেমন? এবার মুখ খুললেন খোদ তাঁর ছেলেই
বাবার বিরুদ্ধে মুখ খুললেন ছেলে সুপ্রকাশImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 04, 2024 | 12:54 PM

কলকাতা:  বন দফতরের মহিলা আধিকারিকের উদ্দেশে কারামন্ত্রী অখিল গিরির মন্তব্য ঘিরে এখন শোরগোল তুঙ্গে। অখিলের পাশে নেই দলও। এবার তাঁর সাথ ছাড়লেন ছেলেও। ‘বাবা হলেও কোনও সাফাই নয়’. অখিলের মন্তব্যের প্রেক্ষিতে কোনও সাফাই-ই দিলেন না সুপ্রকাশ গিরি।

তিনি বললেন, “আমি ব্যক্তিগতভাবে এই মন্তব্য সমর্থন করি না। ওঁ দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব। কোনও মন্তব্য করার আরও ভেবে নেওয়া দরকার। ওঁ এরকম ভাষায় কথা না বললেও পারতেন, ওঁ আমার বাবা হতে পারেন। কিন্তু আমি কোনও সাফাই দিচ্ছি না।”

সুপ্রকাশ গিরির বক্তব্য,  “হিট অফ দ্য মোমেন্ট অনেক সময় আমরা এরকম ভাষা ব্যবহার করে ফেলি। কিন্তু এটাও তো দেখতে হবে কেন এরকম উত্তেজনা তৈরি হল? নিশ্চিতভাবে মন্ত্রীর বক্তব্য কেই দেখানো হবে এটাই স্বাভাবিক।” কিন্তু তাঁর কথায়, ” ওঁ তো হঠাৎ এরকম মন্তব্য করেননি রেঞ্জ অফিসারকে, কী ঘটনা হয়েছিল সেটাও জানা দরকার।”

প্রসঙ্গত, শনিবার তাজপুরে ‘অবৈধ দখলদার’ উচ্ছেদ করতে গিয়ে হুলুস্থুলকাণ্ড ঘটে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান রামনগরের বিধায়ক অখিল গিরি। তিনি গিয়ে বন দফতরের আধিকারিকদের সঙ্গে বাগ বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তখনই এক মহিলা অফিসারের উদ্দেশে অখিলকে বলতে শোনা যায়, ‘‘আপনার আয়ু ৭-৮ দিন, ১০ দিন!’’ তাঁকে জানোয়ার, বেয়াদব বলতেও শোনা যায় তাঁকে। তা নিয়ে চরম বিতর্ক ছড়ায়।

বাবার এই মন্তব্যের প্রেক্ষিতে ছেলে সুপ্রকাশ বলেন, “গ্রামবাসীরা উত্তেজিত হয়ে পড়ে, ওই রেঞ্জ অফিসারের সিদ্ধান্তে। কিন্তু মন্ত্রী যদি ওই প্রতিক্রিয়া না দিতেন তাহলে গ্রামবাসীরা যে পর্যায়ে উত্তেজিত হয়েছিল, তাতে হিতে বিপরীত হতে পারত। গ্রামবাসীদের উত্তেজনাকে প্রশমন করার জন্য এই আচরণ করেছেন।” তবে তিনি এও বলেছেন, “ওঁ ওভাবে আচরণ না করতেও পারতেন।” সুপ্রকাশের আরও বক্তব্য, “এই রেঞ্জ অফিসারকে এর আগেও মুখ্যমন্ত্রী ভর্ৎসনা করেছেন জেলার মিটিংয়ে। ওঁর ব্যবহার ঠিক নয়।”

উল্লেখ্য, অখিল গিরির আচরণের প্রেক্ষিতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত ভাবে অভিযোগ জানাতে চলেছেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। ইতিমধ্যেই সেকথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বনমন্ত্রী।