Liquor Price Hike: বাংলায় বাড়ছে মদের দাম, স্টক করতে হুড়োহুড়ি দোকানে দোকানে

Liquor Price Hike: জল্পনা তীব্র হতেই ভিড় বাড়ছে শহরের মদের দোকানগুলিতে। অনেকেই পুরনো দামে মদ স্টক করে রাখতে চাইছেন। তুলছেন বিয়ার থেকে নামী-দামি কোম্পানির সব মদ। অন্যদিকে এই রাস্তায় হাঁটছেন ব্যবসায়ীরাও।

Liquor Price Hike: বাংলায় বাড়ছে মদের দাম, স্টক করতে হুড়োহুড়ি দোকানে দোকানে
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Aug 04, 2024 | 2:08 PM

কলকাতা: বাড়ছে মদের দাম। বিগত কয়েক সপ্তাহ থেকেই জল্পনাটা তীব্র হতেই মাথায় হাত সুরাপ্রেমীদের। কিন্তু কবে থেকে বাড়ছে দাম? এ বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও ঘোষণা করা না হলেও মদ বিক্রেতারা জানাচ্ছেন অগাস্টের মাঝামাঝি থেকেই সেই নতুন দাম কার্যকর হতে পারে। উইস্কি থেকে রাম, ভোদকা, সব ক্ষেত্রেই ৩ থেকে ৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে দাম। এখন দেখার সরকারি বিজ্ঞপ্তিতে শেষ পর্যন্ত কত টাকা করে বাড়ানো হয়। তবে শুধু মদ নয়, দাম বাড়তে পারে বিয়ারেরও। বোতল পিছু দাম বাড়তে পারে বোতল পিছু ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। 

সূত্রের খবর, দাম বৃদ্ধি নিয়ে জুলাইয়ের শেষেই রাজ্যের মদ বিক্রেতাদের সঙ্গে বৈঠক সেরেছে সরকার। সেখানেই দাম বৃদ্ধি নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মদ বিক্রতারা মনে করছেন চলতি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে দিতে পারে। ১৪ থেকে ১৫ অগস্টের মধ্যে বেড়ে যেতে পারে দাম। 

এদিকে এ নিয়ে জল্পনা তীব্র হতেই ভিড় বাড়ছে শহরের মদের দোকানগুলিতে। অনেকেই পুরনো দামে মদ স্টক করে রাখতে চাইছেন। তুলছেন বিয়ার থেকে নামী-দামি কোম্পানির সব মদ। অন্যদিকে একই রাস্তায় হাঁটছেন ব্যবসায়ীরাও। এক মদ বিক্রেতা বলছেন, “যে ব্যবসায়ীর যেমন ক্ষমতা তিনি তেমন মদ স্টক করে রাখছেন। কারও ১ কোটির ক্ষমতা থাকলে ১ কোটির তুলছেন, কেউ আবার ৫০ লক্ষ টাকার।” তবে কী কালোবাজারি সম্ভাবনা বাড়বে? বিক্রেতা বলছেন, “সে চান্স খুবই কম। দোকানে তো হবেই না। পুরনো প্রিন্টে মদ কিনলে আমাদের পুরনো প্রিন্টেই বিক্রি করতে হবে।”  

প্রসঙ্গত, এবারের বাজেটে তামাকজাত পণ্য ও মদের উপর শুল্ক বাড়ানো হয়নি। কিন্তু, এখন রাজ্যে আচমকা দাম বাড়ানোর জল্পনা নিয়ে বাড়ছে চাপানউতোর। সূত্রের খবর, ২০২৩-২৪ অর্থবর্ষে শুধুমাত্র মদ বিক্রি করেই রাজ্যের কোষাগারে ঢুকেছিল ১৮ হাজার কোটি টাকা। এবার সেই লক্ষ্যমাত্রা আরও বাড়াতেই এই সিদ্ধান্ত বলে মত ওয়াকিবহাল মহলের।