Kolkata: ‘৫ হাজার একটু বাড়াবাড়ি!’, ‘মা’ নিয়ে পুলিশের সিদ্ধান্তে গায়ে ছ্যাঁকা লাগছে চালক থেকে যাত্রীর
Kolkata: গাড়ি তো যন্ত্র, যে কোনও সময় খারাপ হতেই পারে। তবে এই কারণে এই পাঁচ হাজার টাকার জরিমানার সিদ্ধান্তকে বাড়াবাড়ি বলেই মনে করছেন গাড়ির চালক থেকে শুরু করে মালিকেরা। এক চালক বলছেন, “খুবই অসুবিধা হবে। এত টাকা ফাইন দিতে পারব। ধাক্কা কখন লেগে যাবে তা কী আর কেউ আগে থেকে বলতে পারে।”
কলকাতা: এজেসি বোস ফ্লাইওভার এবং মা ফ্লাইওভারের উপরে তীব্র যানজট নিয়ে অতিষ্ঠ কলকাতা পুলিশ। তার জেরেই এবার নেওয়া হচ্ছে বড় সিদ্ধান্ত। ‘ঝামেলা’ করলেই গুনতে হবে জরিমানা। এই দুই সংযোগকারী ফ্লাইওভারের উপরে গাড়ি ব্রেক ডাউন হলে কিংবা চলমান অবস্থায় কোনও গাড়ির সঙ্গে কোনও গাড়ির ধাক্কা লাগলে, সেই ঘটনাকে কেন্দ্র করে কোন বাদানুবাদে জড়ালে এবার থেকে মোটা টাকা জরিমানা করবে কলকাতা পুলিশ। সেক্ষেত্রে জরিমানা হিসেবে গুনতে হতে পারে ৫ হাজার টাকা। তাতেই পড়ে গিয়েছে শোরগোল। পুলিশের এই সিদ্ধান্তে কিছুটা হলেও আপত্তি রয়েছে চালকদের। আপত্তি রয়েছে যাঁরা নিত্য গাড়ি নিয়ে যাতায়াত করেন এই রাস্তা দিয়ে তাঁদেরও।
গাড়ি তো যন্ত্র, যে কোনও সময় খারাপ হতেই পারে। তবে এই কারণে এই পাঁচ হাজার টাকার জরিমানার সিদ্ধান্তকে বাড়াবাড়ি বলেই মনে করছেন গাড়ির চালক থেকে শুরু করে মালিকেরা। এক চালক বলছেন, “খুবই অসুবিধা হবে। এত টাকা ফাইন দিতে পারব না। ধাক্কা কখন লেগে যাবে তা কী আর কেউ আগে থেকে বলতে পারে। কোন গাড়ির কোথায় ব্রেক ডাউন হবে সেটাও তো আগে থেকে বলা যায় না।”
এক মালিক বলছেন, “পুলিশ যা করছে তা তো শুনতে হবে। কিন্তু, ব্রেক ডাউন হলে ড্রাইভারের কী দোষ? এরপর তো কেউ চালাতে চাইবে না গাড়ি। খুবই কঠোর সিদ্ধান্ত। খুবই অসুবিধা হবে।” আর এক চালক বলছেন, “গাড়ি তো খারাপ হতেই পারে। এখন এরকম সিদ্ধান্ত নিলে খুব অসুবিধা হবে। হাজার টাকা ইনকাম নেই ৫ হাজার টাকা কোথা থেকে আসবে! সব গাড়ি অনেক অসুবিধায় পড়ে যাবে।”
তবে যানজট নিয়ে চিন্তিত যাত্রীরা। তাই বলে ৫ হাজার টাকা জরিমানার কথা শুনে চোখ কপালে তুলছেন তাঁরা। এক যাত্রী বলছেন, “যানজট নিয়ে অ্যাকশন অবশ্যই দরকার। কিন্তু ৫ হাজার টাকা ফাইন একটু বাড়াবাড়ি।”
প্রসঙ্গত, সাধারণ অফিস ডে হোক বা ছুটির দিন, গাড়ির ভিড় লেগেই থাকে দুই ফ্লাইওভারে। নানা রকম বিচ্ছিন্ন ঘটনার ছবিও দেখা যায় প্রায়শই। দুর্ঘটনার খবর সামনে আসে। প্রায়শই তীব্র যানজটের ছবিও দেখা যায়। এবার সেই ছবিতেই বদল আনতে চাইছে পুলিশ। সে কারণেই এই কড়া সিদ্ধান্ত বলে মত ওয়াকিবহাল মহলের।