COVID Update: শহরে লাগাতার ডবল সেঞ্চুরি করোনার, রাজ্যে দৈনিক সংক্রমণ আজও ৮০০-র উপরে
COVID 19 Cases in West Bengal : সোমবার সকাল ৯ টা থেকে মঙ্গলবার সকাল ৯ টার মধ্যে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছে ৮০৬ জন।
কলকাতা: দুর্গাপুজোর পর থেকেই হাজারের দোরগোড়ায় ঘোরাফেরা করছে করোনার দৈনিক সংক্রমণ। রাজ্য়ে করোনার এই ছবি স্বাভাবিকভাবেই কিছুটা চিন্তায় রাখছে স্বাস্থ্য ভবনকে। সোমবার সকাল ৯ টা থেকে মঙ্গলবার সকাল ৯ টার মধ্যে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছে ৮০৬ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৮০৫। রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বাংলায় শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। পাশাপাশি সুস্থও হয়ে উঠছেন অনেকে। রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮১১ জন।
রাজ্যে বর্তমানে সবথেকে খারাপ পরিস্থিতি কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। দুই জেলাতেই করোনার সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। কলকাতায় প্রতিদিনই দুশো-র উপর দিয়েই যাচ্ছে সংক্রমণের গ্রাফ। শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্তের সংখ্যা ২৪৮। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছে ১৪৮ জন। দুই জেলাতেই শেষ ২৪ ঘণ্টায় ৬ জন করে রোগী করোনায় প্রাণ হারিয়েছেন।
এক নজরে দেখে নিন কোন জেলায় কত সংক্রমণ:
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু:সোমবার-০, মঙ্গলবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩০ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
কালিম্পং– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
নদিয়া– গতকাল আক্রান্ত ৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৬ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার-০।
বীরভূম– গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: সোমবার-১ – মঙ্গলবার -০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩ জন, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৮ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার -২।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার -০।
হাওড়া– গতকাল আক্রান্ত ৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৫ জন। মৃত্যু:সোমবার-০, মঙ্গলবার-০।
হুগলি– গতকাল আক্রান্ত ৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭০ জন। মৃত্যু: সোমবার-৩, মঙ্গলবার-১।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩০ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার-৬।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৩ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার -০।
কলকাতা– গতকাল আক্রান্ত ২৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৬ জন। মৃত্যু: সোমবার-৩, মঙ্গলবার – ৬।
আরও পড়ুন : Indian Railways: রাজস্থান থেকে ৩ মাসের জন্য পশ্চিমবঙ্গ সহ এই ৬ রাজ্যগামী ২০টি ট্রেন বাতিল