Alipur Police Station: সৌরবিদ্যুতেই আলো জ্বলবে থানায়, বিল বাঁচাতে নয়া উদ্যোগ শহরে

Alipur Police Station: থানাগুলিকে অনেক টাকা বিদ্যুতের বিল দিতে। সেই বিল বাঁচাতেই এই অভিনব উদ্যোগ নিয়েছে আলিপুর থানা।

Alipur Police Station: সৌরবিদ্যুতেই আলো জ্বলবে থানায়, বিল বাঁচাতে নয়া উদ্যোগ শহরে
Follow Us:
| Edited By: | Updated on: Dec 29, 2021 | 7:11 PM

কলকাতা: থানার ছাদেই উৎপন্ন হবে সৌরবিদ্যুৎ। এমনই নজির তৈরি হল শহর কলকাতায়। বিদ্যুতের বিল বাঁচানো ও পরিবেশ দূষণ কমাতে কলকাতা পুলিশের প্রথম গ্রিন পুলিশ স্টেশন হিসেবে চিহ্নিত হল আলিপুর থানা।

এই থানার ছাদে বসানো হয়েছে সোলার প্যানেল, যা প্রত্যেকদিন সাড়ে ৪ কিলোওয়াট প্রতি ঘন্টা হিসেবে বিদ্যুৎ উৎপাদন করবে। সেই বিদ্যুৎ খরচ হবে থানা ও পুলিশকর্মীদের ব্যারাকের আলো ও পাখা চালাতে। একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতার মধ্যে প্রথম আলিপুর থানায় বসানো হয়েছে এই রকম সোলার প্যানেল। অর্থাৎ বুধবার থেকে সৌরবিদ্যুতেই চলবে গোটা আলিপুর থানা।

আলিপুর থানার অফিসার ইনচার্জ অরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, “গতবছর গরমকালে আমরা প্রত্যেক মাসে ১ লক্ষ টাকা করে ইলেকট্রিক বিল জমা দিয়েছি। সেই থেকেই আমাদের মনে হয়, যদি বিদ্যুতের বিল কিছুটা কমানো যায়, তাহলে সরকারি কোষাগারে যেমন অর্থ সাশ্রয় হবে, তেমনই বাঁচবে পরিবেশ। সেই থেকেই গোটা পরিকল্পনা।

এই প্রকল্পের বিশেষত্ব হল, প্রত্যেকদিন যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে, তার পুরোটাই যদি খরচ না হয়, তাহলে অতিরিক্ত বিদ্যুৎ সিইএসসি- কে সরবরাহ করা হবে। আবার প্রয়োজনে তাদের থেকে বিদ্যুৎ নেওয়াও যাবে। এ জন্য আলিপুর থানা ও সিইএসসি চুক্তিবদ্ধ হয়েছে। আলিপুর থানার অফিসার ইনচার্জ মনে করছেন, এর মাধ্যমে বিদ্যুতের বিল অনেকটাই বাঁচবে। তবে কতটা বিদ্যুতের বিল বাঁচছে তা জানতে গেলে আরও দু-তিন মাস অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন : Corona in West Bengal: তৃতীয় ঢেউ সামাল দিতে কতটা প্রস্তুত বাংলা? খতিয়ে দেখতে হাজির কেন্দ্রের প্রতিনিধি দল