State Budget Session 2023: বিধানসভায় রাজ্যপালের ভাষণ-পর্বে থাকছেন না বিজেপির অন্তত ২০ বিধায়ক

State Budget Session 2023: কেন্দ্রীয় নেতৃত্ব চেয়েছে ত্রিপুরায় যাঁরা ভোটের কাজে ব্যস্ত রয়েছেন, তাঁদের সবাই এখনই ফিরবেন না বাংলায়। সেই সিদ্ধান্ত অনুসারে পূর্ণ শক্তির দল থাকছে না এদিনের রাজ্যপালের ভাষণ পর্বে।

State Budget Session 2023: বিধানসভায় রাজ্যপালের ভাষণ-পর্বে থাকছেন না বিজেপির অন্তত ২০ বিধায়ক
রাজ্যের বাজেট অধিবেশনে প্রথম ভাষণ দেবেন রাজ্যপাল সি.ভি আনন্দ বোস।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 08, 2023 | 12:34 PM

কলকাতা: বুধবার বাজেট অধিবেশনের সূচনা পর্বে বিধানসভায় ভাষণ দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে সেই ভাষণের সময় বিজেপির পূর্ণ শক্তির পরিষদীয় দল উপস্থিত থাকছে না বিধানসভায় (Assembly)। ত্রিপুরার ভোট প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন ২০ জন বিধায়ক, তাই থাকতে পারছেন না তাঁরা। তবে এদিন দুপুর দেড়টা নাগাদ বিজেপির পরিষদীয় দল বৈঠক বসবে। বাজেট অধিবেশনের (Budget Session) বাকি দিনগুলোতে কী রণকৌশল স্থির করবেন, তা ঠিক করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

এর আগে বিরোধী দলনেতা জানিয়েছিলেন, বিজেপির সব বিধায়ক রাজ্যপালের ভাষণের সময় উপস্থিত থাকবেন। তবে কেন্দ্রীয় নেতৃত্ব চেয়েছে ত্রিপুরায় যাঁরা ভোটের কাজে ব্যস্ত রয়েছেন, তাঁদের সবাই এখনই ফিরবেন না বাংলায়। সেই সিদ্ধান্ত অনুসারে পূর্ণ শক্তির দল থাকছে না এদিনের রাজ্যপালের ভাষণ পর্বে। রাজনৈতিক মহলের একাংশের মতে, কেন্দ্রীয় নেতৃত্ব হয়ত চাইছে না রাজ্য বিজেপি নেতৃত্ব কোনওভাবে রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়াক। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য রাজ্যপালের ভাষণ সম্পর্কে বলেন, ‘রাজ্যপালের বক্তব্য সম্পর্কে মানুষ অবহিত আছেন। তিনি পুরো ভাষণ পড়লেন, নাকি অর্ধেক ভাষণ পড়লেন, তাতে কিছু যায় আসে না।’ সম্প্রতি সেন্ট জেভিয়ার্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি লিট প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভূয়শী প্রশংসা করেন রাজ্যপাল। সেই মন্তব্য় সম্পর্কে শুভেন্দু অধিকারী টুইটে লেখেন, ‘আজ রাজ্যপালের ভাষণ শুনে মনে হয়েছে, আসন্ন বাজেট অধিবেশনে বক্তব্য পেশ করার আগে রিহার্সাল দিচ্ছেন তিনি।’

উল্লেখ্য, এদিন রাজ্যপালের ভাষণ সম্প্রচার করা হবে সংবাদমাধ্যমে। কিন্তু জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন তেমনটা হয়নি। শেষবার বিধানসভা উত্তাল হয়ে ওঠায় জগদীপ ধনখড় ভাষণ শেষ করতেও পারেননি। তাই এদিনের ভাষণে নজর থাকছে সব মহলের।