Murder Case: ‘তোলা’ দিতে অস্বীকার করায় পিটিয়ে খুন তিলজলায়
Tiljala: ৫৩ বছর বয়সি সাদেক খান। মূলত প্রোমোটিংয়ের কাজ করতেন তিনি। অভিযোগ, বেশ কয়েক বছর ধরে টাকা চাওয়া নিয়ে একটা ঝামেলা চলছিল তাঁর। এরইমধ্যে রবিবার তাঁর উপর হামলা হয়। জানা গিয়েছে, এখন কাপড়ের ব্যবসা করেন সাদেক। নিহতের পরিবারের অভিযোগ, শুধু মারধরই নয়, ওই ব্যক্তির কাছ থেকে টাকা, সোনার চেন, আংটিও কেড়ে নেন অভিযুক্তরা।
কলকাতা: ফের শহরে খুন। তিলজলায় এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। তিলজলার সাতগাছিয়ায় রবিবার মারধরের ঘটনা ঘটে। এক প্রমোটারকে বেধড়ক মারধর করেন চারজন মিলে। রবিবার খুনের চেষ্টার অভিযোগও দায়ের হয়। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ব্যক্তি।
৫৩ বছর বয়সি সাদেক খান। মূলত প্রোমোটিংয়ের কাজ করতেন তিনি। অভিযোগ, বেশ কয়েক বছর ধরে টাকা চাওয়া নিয়ে একটা ঝামেলা চলছিল তাঁর। এরইমধ্যে রবিবার তাঁর উপর হামলা হয়। জানা গিয়েছে, এখন কাপড়ের ব্যবসা করেন সাদেক। নিহতের পরিবারের অভিযোগ, শুধু মারধরই নয়, ওই ব্যক্তির কাছ থেকে টাকা, সোনার চেন, আংটিও কেড়ে নেন অভিযুক্তরা।
নিহতের ভাইপোর কথায়, “রবিবার আমার কাকাকে ফোন করে ডাকে। এরপর সেখানেই এলোপাথাড়ি মারতে থাকে। বন্দুকের বাট দিয়ে বেধড়ক মারে। হাসপাতালে ভর্তি করানো হয়। নাকে লাগে। মাথার রক্তও জমাট বেঁধে যায়। আমিও ছুটে যাই। এরপর আমাকেও মারে। আমরা খুনের অভিযোগ দায়ের করেছি।”